সোমবার রাতে ছত্তিশগড়ের গারিয়াবন্দ জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হলেন ২০ জন মাওবাদী। তাদের মধ্যে ১ কোটি টাকা পুরস্কার বহনকারী মাওবাদী নেতা জয়রাম রেড্ডি, যিনি চালাপতি নাম পরিচিত। ছত্তিশগড়-ওড়িশা সীমান্তে একটি জঙ্গলে গুলি বিনিময়ে নিহত হয়েছেন মাওবাদী সদস্যরা।
ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি), সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ), ছত্তিশগড় থেকে কোবরা এবং ওডিশার স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এর নিরাপত্তা কর্মীদের একটি যৌথ দল এই অভিযান চালায়।
ওডিশার নুয়াপাদা জেলার সীমান্ত থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে ছত্তিশগড়ের কুলারিঘাট সংরক্ষিত বনাঞ্চলে মাওবাদীদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান করা হয়।
চালাপতি অন্ধ্র প্রদেশের চিত্তুরের বাসিন্দা। তিনি মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য। ছত্তিশগড়ের বস্তারে আবুজমাদের ঘন জঙ্গলে তার কার্যকলাপের জন্য পরিচিত ছিলেন।
তিনি কয়েক মাস আগে আবুজহমাদ এলাকায় এনকাউন্টারের ক্রমবর্ধমান ফ্রিকোয়েন্সির কারণে তার ঘাঁটি স্থানান্তরিত করেন এবং একটি নিরাপদ অপারেশনাল জোন খুঁজতে ওডিশা সীমান্তের কাছে স্থানান্তরিত হন, বলে জানা যাচ্ছে।
Comments :0