বিজাপুরে সুরক্ষা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। নিহতরা মাওবাদী বলে দাবি করেছে ছত্তিশগড় পুলিশ। পুলিশ বলেছে, গুলির লড়াইয়ে নিহত এই মাওবাদীরা। কেবল এই জানুয়ারিতেই ছত্তিশগড়ে পুলিশের গুলিতে নিহতের সংখ্যা হয়েছে ২৬।
ছত্তিশগড়ে মাওবাদী হিংসা যেমন রয়েছে তেমনই মাওবাদী দমনের নামে নিরস্ত্র গ্রামবাসীদের হত্যার ঘটনাও বিভিন্ন সময়ে সামনে এসেছে।
বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে সকাল থেকেই বিজাপুরের ঘন জঙ্গল এলাকায় গুলির লড়াই শুরু হয়। মাওবাদী দমন অভিযানে নামে সুরক্ষা বাহিনী। পালটা গুলি চালায় বাহিনী। রাত পর্যন্ত ১২জনের দেহ মিলেছে। পুলিশের দাবি, সুরক্ষা বাহিনীর কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
রাজ্য পুলিশের জেলা রিজার্ভ গার্ড, পাঁচ ব্যাটেলিয়ন কোবরা কমান্ডো এবং সিআরপিএফ’র একটি ব্যাটেলিয়ন যৌথ অভিযানে নামে এদিন।
এর আগে ১২ জানুয়ারি গুলির লড়াইয়ে পাঁচজনের মৃত্যুর খবর জানিয়েছিল পুলিশ। বিজাপুর জেলাতেই হয়েছিল সেই সংঘর্ষ। গত বছর মোট ২১৯ জন মাওবাদী গুলিতে নিহত বলে জানানো হয় পুলিশের পরিসংখ্যানে।
26 killed by forces in Bijapur
বিজাপুরে গুলিতে নিহত ২৬, ‘মাওবাদী দমনে এনকাউন্টার’, বলল পুলিশ
×
Comments :0