Tamluk Road Accident

তমলুকে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু তিনজনের, গুরুতর আহত ১

জেলা

তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে পথ দুর্ঘটনায় নিহতের দেহ।

শনিবার সাতসকালে নন্দকুমার-মেচেদা জাতীয় সড়কে তমলুকের কুমারগঞ্জ এলাকায় মেচেদাগামী একটি মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গ্যাস ট্যাঙ্কারে। ঘটনার মৃত্যু হয় গাড়ির ড্রাইভার সহ আরো দুজনের। গুরুতর আহত হন একজন। 
ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ গিয়ে উদ্ধার করে আহত এবং নিহতদের। তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে আসে। মৃত গাড়ি চালকের নাম সুদীপ মাইতি (৫২)। নন্দীগ্রাম-২ ব্লকের খোদামবাড়ি এলাকার বাসিন্দা তিনি। গাড়ির যাত্রী চণ্ডীপুরের বাসিন্দা দেবাশিস দাস ও কমলা পালেরও মৃত্যু হয়। এমনভাবে মারুতি গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় যে স্থানীয়রা কোনভাবেই চালক এবং যাত্রীদের গাড়ি থেকে বের করতে পারেননি। তমলুক থানার পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। 
গুরুতর আহত অবস্থায় তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় মহিষাদলের বাসিন্দা মমতা দাসকে। জানা যায় গাড়ির ভেতরে থাকা প্রত্যেকেই কলকাতায় চিকিৎসার জন্য যাচ্ছিলেন। 
শনিবার প্রায় পৌনে ছটা নাগাদ সময় তমলুকের কুমারগঞ্জ এলাকায় মারুতি ভ্যানের ডান দিকের পেছনের চাকা ফেটে যায়, নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা গ্যাস ট্যাঙ্কারের পেছনে ধাক্কা মারে। সাতসকালে এমন দুর্ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়। দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় মেডিক্যাল কলেজে।

Comments :0

Login to leave a comment