GAZA

চব্বিশ ঘন্টায় গাজায় নিহত ৪৯

আন্তর্জাতিক

চব্বিশ ঘন্টায় গাজায় ৪৯ জন নিহত হয়েছেন। ইজরায়েলের সেনার হামলায় গাজা শহরে একটি তিনতলা বাড়ি পুরো ভেঙে পড়ে। কেবল এই হামলাতেই ১০ জন নিহত হন। 
মিশর এবং কাতার যুদ্ধবিরতির জন্য উদ্যোগ ফের শুরু করেছে। দু’দেশই তা জানিয়েছে। তার মধ্যেই ইজরায়েলের এই হামলা।
শনিবারই হামাস জানিয়েছে যে মিশরের রাজধানী কায়রোতে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠিয়েছে।  
রাষ্ট্রসঙ্ঘে বারবারই ইজরায়েলের দখলদারি নীতি পরাজিত হয়েছে। বিশ্ব জনমত বারবারই প্যালেস্তাইনের স্বাধীনতার পক্ষে রায় দিয়েছে। 
এর আগে যুদ্ধবিরতি হলেও তার মেয়াদ শেষ হয়ে যায়। হামাস জানায় যে শর্ত ভেঙে আক্রমণ অব্যাহত রেখেছে ইজরায়েল। সে কারণে বন্দি বিনিময় স্থগিত রাখে।
যুদ্ধবিরতির সম্ভাবনা আরও কমিয়ে দিয়ে আক্রমণের তীব্রতা প্রতিদিন বাড়াচ্ছে ইজরায়েল। 
হামাস বলেছে, বন্দি বিনিময় চালু হবে। কিন্তু যুদ্ধবিরতি চুক্তি হবে স্থায়ী প্রকৃতির।

Comments :0

Login to leave a comment