Strike Students

ধর্মঘটে শামিল হবে ছাত্রছাত্রীরাও, জানালো বামপন্থী ৫ ছাত্র সংগঠন

জাতীয়

দিল্লির জেএনইউ’র আন্দোলনরত ছাত্রছাত্রীদের সঙ্গে সৃজন ভট্টচার্য, ঐশী ঘোষ প্রমুখ।

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের ডাকে ৯ জুলাই সাধারণ ধর্মঘটকে সফল করার ডাক দিয়েছে বামপন্থী ৫টি ছাত্র সংগঠন। এসএফআই, এআইএসএফ, আইসা, এআইএফবি ও পিএসইউ যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছে যে দেশের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহ যে ধর্মঘট ডেকেছে সমাজের সব অংশের অধিকার রক্ষার লড়াইয়ে ছাত্র সমাজের তাতে শামিল হওয়া প্রয়োজন। এসএফআই সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, "ছাত্রদের লড়াই সমাজের অন্য অংশের লড়াইয়ের থেকে আলাদা নয়। যে মুনাফাকেন্দ্রীক ভাবনা থেকে ‘জাতীয় শিক্ষা নীতি ২০২০’ লাগু করা হলো, সেই একই ভাবনা থেকে শ্রম কোড চালু করা হচ্ছে শ্রম আইন তুলে দিয়ে। তাই লড়াই একসঙ্গে লড়তে হবে।"
তিনি আরও বলেন, "এই সরকারের অভিমুখ হচ্ছে আদানি-আম্বানির দিকে। শিক্ষা ক্ষেত্রেও এই অংশের পক্ষেই কাজ করছে সরকার। শ্রমিক কৃষকদের বদলে আদানি আম্বানিদের সুবিধা দেখছে। তাই বামপন্থী ছাত্র সংগঠনগুলি একত্রে আহ্বান জানিয়েছি দেশের ছাত্র সমাজকে শ্রমিক কর্মচারীদের ডাকা ধর্মঘটে শামিল হতে।"
এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে জানিয়েছেন যে দেশের শ্রমজীবী খেটে খাওয়া মানুষ ডাক দিয়েছে ধর্মঘটের। তিনি বলেন, "মনে রাখতে হবে ধর্মঘট হলো শ্রমজীবী মানুষের দাবি ছিনিয়ে আনার শেষ হাতিয়ার। শ্রম কোডের ফলে মেহনতি জনতার অন্ন সংস্থানের রাস্তা সংকুচিত হবে। স্কুল-কলেজে সেই পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসে। তাই কলেজে কলেজে ছাত্রছাত্রীরা ধর্মঘটে শামিল হবে। সকাল থেকেই পিকেটিং হবে কলেজ গেটে।"

Comments :0

Login to leave a comment