Mumbai Workers Died

মুম্বাইয়ে জলাধার সাফাইয়ে নেমে মৃত্যু ৫ শ্রমিকের

জাতীয়

নির্মীয়মাণ ভবনে জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমেছিলেন পাঁচ শ্রমিক। সকলেই চুক্তিতে কাজ করেন। মাটির নিচে ওই জলাধারে নেমে দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে পাঁচজনেরই। 
রবিবারের এই ঘটনা মুম্বাইয়ের নাগপাড়া এলাকায়। দেশের বিভিন্ন মেট্রো শহরেও দমবন্ধ হয়ে মারা যাচ্ছেন সাফাইকর্মীরা। মাসখানেক আগে কলকাতার কাছে বানতলায় সাফাইয়ে নেমে মারা যান তিন শ্রমিক। 
স্থানীয়রা জানিয়েছেন যে এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ ওই ট্যাঙ্ক পরিষ্কার করতে নামেন সাফাইকর্মীরা। বেশ কিছু পরে টের পাওয়া যায় যে তাঁরা সাড়াশব্দ করছেন না। দমকলে খবর দেওয়া হয়। পাঁচ শ্রমিককে উদ্ধার করে নিয়েযাওয়া হয় জেজে হাসপাতালে। তাঁদের মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। 
বৃহণ্মুম্বাই কর্পোরেশন এবং স্থানীয় পুলিশ এলাকায় রয়েছে। 
জলাধার, সেপটিক ট্যাঙ্ক বা নিকাশি নালা সাফাইয়ে প্রায় সব ক্ষেত্রে নামানো হয় দিনমজুরদের। প্রয়োজনীয় সুরক্ষাবিধির তোয়াক্কা না করে কাজ করানো হয়। ট্যাঙ্কের ভেতর জমে নেমে দমবন্ধ হয়ে বারবারই মৃত্যু হচ্ছে শ্রমিকদের। 
শ্রমিক আন্দোলনের নেতৃবৃন্দ বারেবারেই বলছেন, বিধি উড়িয়ে এভাবে কাজ চলার কারণে মৃত্যু হচ্ছে। কিন্তু তার জন্য কঠোর শাস্তি হচ্ছে না কারও। ফলে এই প্রবণতা কমছেও না।

Comments :0

Login to leave a comment