Turkey Earthquake

তুরস্কে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কের (Turkey) পশ্চিম প্রান্তের শহর ডুসচে। রিখটার স্কেলে ৫.৯ মাত্রার এই কম্পনে অন্তত ২২ জন আহত। 
ন্যাশনাল ডিজাস্টার অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অথরিটি  অনুসারে, ভূমিকম্পটির উৎসস্থল ছিল গোলিয়াকা জেলায় এবং তা ভোর ৪.০৮ মিনিটে অনুভূত হয়, স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে।

ভূপৃষ্ঠ থেকে ৬.৮১ কিলোমিটার গভীরে হওয়া শক্তিশালী ভূমিকম্পটি ইস্তাম্বুলের পাশাপাশি রাজধানী আঙ্কারাতেও অনুভূত হয়।
ডুসচে (Duzce) ইস্তাম্বুল থেকে প্রায় ২১০ কিমি এবং আঙ্কারা থেকে প্রায় ২৩৬ কিমি দূরে অবস্থিত।
ডুসচের গভর্নর কেভডেট  অ্যাটে এদিনের দিনের জন্য স্কুল বন্ধ ঘোষণা করেছেন।
১৯৯৯সালে, ডুসচেতে একটি ৭.২ মাত্রার ভূমিকম্প হয় যা ৩০ সেকেন্ড স্থায়ী হয়েছিল, এতে ৮৪৫ জন নিহত এবং প্রায় ৫,০০০ জন আহত হয়েছিল।

Comments :0

Login to leave a comment