পাকিস্তানের সিন্ধু প্রদেশে একটি অবৈধ অস্থায়ী বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে সাতজনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। আহত ছয়জনের উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের ৯৮ শতাংশ পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।
হায়দরাবাদ শহরের লতিফাবাদ এলাকায় শনিবার রাতে অবৈধ একটি বাজি তৈরির কারখানায় এই বিস্ফোরণ ঘটে। এখনও পর্যন্ত সেখান থেকে সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিস্ফোরণের ফলে শনিবার রাতে বাড়ির একটি অংশ ধসে পড়ে। এখনও পর্যন্ত সেখান থেকে সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরও কয়েকজন এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা থাকার আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ ঘটনায় তদন্ত শুরু করেছে। তারা জানিয়েছেন যে বাড়ির মালিক পলাতক। বাজি কারখানার কোনও বৈধ লাইসেন্সের ছিল কিনা তা যাচাই করা হচ্ছে।
Comments :0