রাশিয়ার নতুন ভ্যাকসিনে টিউমার সংকুচিত, পার্শ্বপ্রতিক্রিয়া নেই — বিজ্ঞানীদের চমকপ্রদ সাফল্য
বহু শতাব্দী ধরে চিকিৎসা বিজ্ঞানের অন্যতম ভয়ঙ্কর শত্রু ক্যান্সার। কিন্তু এবার সেই অন্ধকারে দেখা মিলেছে আশার আলো। রাশিয়ার বিজ্ঞানীরা তৈরি করেছেন এক আশ্চর্যজনক mRNA ভ্যাকসিন, যা প্রাথমিক পরীক্ষায় ক্যান্সার রোগীদের মধ্যে টিউমার সংকুচিত করতে সফল হয়েছে।
রাশিয়ার স্বাস্থ্য গবেষণা সংস্থার তরফে জানানো হয়েছে, ৪৮ জন ক্যান্সার আক্রান্ত রোগীর ওপর এই ভ্যাকসিনের প্রথম ধাপের ট্রায়াল সম্পন্ন হয়েছে। ফলাফলে দেখা গেছে, টিউমারের বৃদ্ধি ধীর হয়েছে এবং অনেক ক্ষেত্রেই আকার কমেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, কোনো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া (side effect) দেখা যায়নি।
গবেষক দল জানিয়েছেন, এই ভ্যাকসিন mRNA প্রযুক্তি ব্যবহার করে শরীরের ইমিউন সিস্টেমকে সক্রিয় করে, যাতে তা টিউমার-নির্দিষ্ট অ্যান্টিজেন তৈরি করে ক্যান্সার কোষ চিহ্নিত ও ধ্বংস করতে পারে। ফাইজার ও মোডার্না যে প্রযুক্তি ব্যবহার করে কোভিড ভ্যাকসিন তৈরি করেছিল, সেটিরই উন্নত সংস্করণ প্রয়োগ করা হয়েছে এই নতুন ক্যান্সার ভ্যাকসিনে।
বিজ্ঞানীদের একাংশ মনে করছেন, যদি এই সাফল্য বড় আকারের clinical trial-এও বজায় থাকে, তবে এটি ক্যান্সার চিকিৎসায় এক যুগান্তকারী পদক্ষেপ হবে। তবে বিশেষজ্ঞদের মতে, বাজারজাত হওয়ার আগে এখনো বড় পরিসরে এবং বিভিন্ন দেশের জেনেটিকভাবে ভিন্ন জনগোষ্ঠীর ওপর পরীক্ষা চালানো জরুরি।
বিশ্বজুড়ে ক্যান্সার রোগীদের জন্য এই খবর এখন এক নতুন আশার প্রতীক। দীর্ঘদিন ধরে যে রোগ চিকিৎসকদের চ্যালেঞ্জ জানিয়ে এসেছে, সেই ক্যান্সারকে এবার বিজ্ঞানের শক্তিতেই ঘায়েল করার সম্ভাবনা দেখছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। এক বিজ্ঞানীর ভাষায়, “এটি ক্যান্সারের বিরুদ্ধে মানবজাতির লড়াইয়ে এক নতুন অধ্যায়ের সূচনা।”
Comments :0