AFSPA

আসামের চার জেলায় বাড়ানো হল আফসপার সময়সীমা

জাতীয়

আসাম পুলিশ রবিবার বলেছে যে সশস্ত্র বাহিনী (বিশেষ ক্ষমতা) আইন বা AFSPA রাজ্যের চারটি জেলায় আরও ছয় মাসের জন্য বাড়ানো হয়েছে। অন্যদিকে, গুয়াহাটিতে আসাম পুলিশ দিবস ২০২৩ উদযাপনে, ডিজিপি জ্ঞানেন্দ্র প্রতাপ সিং জানিয়েছেন যে চারটি জেলায় সময়সীমা বাড়ানো হলেও অন্য চারটি জেলা থেকে প্রত্যাহার করা হয়েছে।
"আজ থেকে আসামের মাত্র চারটি জেলায় AFSPA থাকবে। এগুলি হল ডিব্রুগড়, তিনসুকিয়া, শিবসাগর এবং চরাইদেও," তিনি বলেছেন।

১ অক্টোবর থেকে জোরহাট, গোলাঘাট, কার্বি আংলং এবং দিমা হাসাও থেকে AFSPA প্রত্যাহার করা হয়েছে, সিং বলেছেন। AFSPA নিরাপত্তা বাহিনীকে অভিযান পরিচালনা করার এবং কাউকে গুলি করে হত্যা করলে বাহিনীকে গ্রেপ্তার এবং বিচার থেকে রক্ষাকবচ দেওয়ার পাশাপাশি কোনো পূর্ব পরোয়ানা ছাড়াই কাউকে গ্রেপ্তার করার ক্ষমতা দেয়।

Comments :0

Login to leave a comment