CALCUTTA FOOTBALL LEAGUE

কলকাতা ডার্বি ঘিরে অনিশ্চয়তা

খেলা

ইন্ডিয়ান ফুটবল এসোসিয়েশনের ( আইএফএ ) পক্ষ থেকে জানানো হয়েছিল শনিবারের কলকাতা ডার্বি হবে কল্যাণী স্টেডিয়ামে । তবে বর্তমানে পরিস্থিতির কিছুটা বদল ঘটেছে। ডার্বির আর ৭২ঘন্টাও বাকি নেই। কিন্তু ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে জটিলতা। কল্যাণী পুলিশ একটি চিঠি দিয়ে আইএফএকে ম্যাচ আয়োজনের ব্যাপারে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছে। স্টেডিয়ামের ফেন্সিংয়ের অবস্থা খুবই খারাপ। বেশিরভাগ ফেন্সিংই ভেঙে পড়ে রয়েছে। এছাড়াও সমস্যা রয়েছে গাড়ি পার্কিং নিয়েও। ডার্বিতে প্রচুর সমর্থকদের সমাগমে বেশি পরিমাণ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নেই কল্যাণী স্টেডিয়ামে। ফলে এই সমস্ত কারণেই পুলিশ কল্যাণীতে ম্যাচ আয়োজন করতে চাইছেনা। গত ম্যাচে মোহনবাগান কোচ ডেগি কার্ডোজো মাঠের ব্যাপারে নিজের হতাশা প্রকাশ করেছিলেন। মাঠে বৃষ্টিতে জল জমে যাওয়ায় তা খেলার জন্য মোটেই উপযুক্ত নয়। তবে আইএফএর পক্ষ থেকে এই ম্যাচ বাতিল নিয়ে এখনও কিছুই জানানো হয়নি। আপাতত ম্যাচ হওয়ার কথা শনিবার কল্যাণীতেই। তবে পরবর্তীতে ম্যাচের দিনক্ষণ পরিবর্তিত হলে মরশুমের প্রথম বড়ম্যাচ দেখা থেকে বঞ্চিত হবেন সমর্থকরা।  

Comments :0

Login to leave a comment