AIDWA RAllY RG KAR

সব অপরাধীর শাস্তির দাবিতে চলবে লড়াই, জানালেন নির্যাতিতার বাবা-মা

রাজ্য জেলা

মেয়ের হত্যায় যুক্ত প্রত্যেকের শাস্তি নিশ্চিত করতে হবে। এই দাবিতে লড়াই চালিয়ে যাব। হাইকোর্টে রাজ্য সরকার এবং সিবিআই’র ‘তৎপরতার প্রতিযোগিতা’-য় প্রশ্ন তুলে একথা বললেন নির্যাতিতার বাবা-মা।
শুক্রবার সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি সব দোষীদের শাস্তির দাবিতে মিছিল করে পানিহাটিতে। মহিলা নেতৃবৃন্দ দেখা করেন আর জি কর হাসপাতালে ধর্ষণ-খুন মহিলা চিকিৎসকের পরিবারের সঙ্গে।
হাইকোর্টে রাজ্য সরকার এবং সিবিআই হাজির হয়েছে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন নিয়ে। নিম্ন আদালতে সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ডের সাজা হয়েছে। কিন্তু রাজ্য সরকার এবং সিবিআই গোটা ঘটনায় একমাত্র এই সিভিক ভলান্টিয়ারকেই দোষী করে আসছে। চিকিৎসক থেকে প্রতিবাদী সব অংশের দাবি অপরাধচক্রের মাথাদের শাস্তি দিতে হবে। কেবল সঞ্জয় রায় এই কাণ্ডে অপরাধী নয়। হাসপাতালে দুর্নীতি-দুষ্কৃতী চক্রের মাথাদের আড়াল করতে চলছে ‘সেটিং’।
এদিন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উত্তর ২৪ পরগনা জেলা কমিটির ডাকে পানিহাটির এইচবি টাউন মোড় থেকে তিলোত্তমার বাড়ির সামনে পর্যন্ত মিছিল হয়েছে। তিলোত্তমার বিচার নিয়ে রাজ্য ও কেন্দ্রের সেটিং-র প্রতিবাদ জানিয়েছে মিছিল। সঠিক তদন্ত ও বিচারের দাবি তোলা হয়েছে মিছিলে।  
বাবা এবং মা শুক্রবার বলেছেন, রাজ্যের পুলিশ প্রথম থেকেই অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছে। অঙ্কের উত্তর লিখে তারপর অঙ্ক করতে বসার মত করে সিবিআই রাজ্যের তদন্তকেই অনুসরণ করেছে। অন্য অপরাধীদের বিষয়ে তদন্ত করেনি। সরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় নির্যাতন ও খুন একটি প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড। আমার মেয়ের ওপর নির্যাতন খুনের ঘটনার সাথে যারা যারা যুক্ত সঠিকভাবে তদন্ত করে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। এই দাবিতে আমরা লড়াই চালিয়ে যাব। 
নিহত চিকিৎসক ছাত্রীর বাবা এবং মা দৃঢ়তার সঙ্গে বলেন যে তদন্ত প্রক্রিয়ায় একাধিক প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁরা। এই লড়াই চলবে। 
এদিন মিছিলে ছিলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য নেত্রী সোমা চক্রবর্তী, উত্তর চব্বিশ পরগনা জেলা সভানেত্রী ও সম্পাদিকা যশোধরা বাগচী এবং রুনু ব্যানার্জি সহ জেলার অন্যান্য মহিলা নেত্রীরা। জেলার বিভিন্ন অঞ্চল থেকে মহিলারা এসে এই মিছিলে পথ হাঁটেন। যশোধরা বাগচী, সোমা চক্রবর্তী, রুনু ব্যানার্জি, অতসী চক্রবর্তী সহ মহিলা নেতৃবৃন্দ তিলোত্তমার মা এবং বাবার সাথে কথা বলেন। 
যতদিন না পর্যন্ত সঠিকভাবে তদন্ত ও বিচার করে সব অপরাধীকে সামনে এনে শাস্তির ব্যবস্থা না করা হচ্ছে ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে জানান মহিলা নেত্রীরা।

Comments :0

Login to leave a comment