মঙ্গলবার রাত ১২:৩০টায় ( বুধবার ) চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনালের প্রথম পর্বের ম্যাচে এমিরেটস স্টেডিয়ামে নামবে আর্সেনাল ও পিএসজি। গত কোয়ার্টারের ম্যাচে আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে দিয়েছে এই প্রতিযোগিতার সবথেকে সেরা দল রিয়াল মাদ্রিদকে। তাই ডেক্লেন রাইস , সাকা , ওডেগার্ডরা স্বপ্ন দেখতে শুরু করেছেন প্রথম ইউরোপিয়ান ট্রফির। কোচ আর্টেটা নিজস্ব দর্শনেই গড়ে তুলেছেন গোটা দলকে। সংগবদ্ধতার এক জ্বলন্ত নিদর্শন যেন এই আর্সেনাল দল। ডেক্লেন রাইস , সাকা , ওডেগার্ড , থমাস পার্টে , কাই হ্যাভর্ৎজ। আর্টেটার অস্ত্রাগারে গোলা বারুদের কমতি নেই। অন্যদিকে এম্ব্যাপের প্রস্থানের পর গোটা পিএসজি দলটার চেহারাই যেন বদলে গিয়েছে। এই বদলের কারিগর স্প্যানিশ চাণক্ক্য লুইস এনরিকে। তার দলে রয়েছেন বেশ কিছু প্রতিভাবান পর্তুগিজ ফুটবলাররা। নুনো মেন্ডেজ , গনকালো রামোস , ভিটিনহা , জোয়াও নেভেস , ড্যানিলো পেরেরারা খেলেন এনরিকের দর্শনেই। এছাড়াও উসমান ডেম্বেলে রয়েছেন দুর্দান্ত ফর্মে। এম্ব্যাপের পর পিএসজির আক্রমণ তৈরি হয় তাকে ঘিরেই। বার্সিলোনা ও পিএসজি এই দুই দলই এবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সেরা দাবিদার। প্রথম পর্বের ম্যাচে আর্টেটার অস্ত্রদের লক্ষ্য থাকবে অন্তত ২গোলের ব্যবধানে জয় পাওয়া। কারণ পরের পর্বের ম্যাচ হবে পিএসজির হোম গ্রাউন্ড প্যারিসের পার্ক দ্যা প্রিন্সেস স্টেডিয়ামে। তাই বুধবারের ম্যাচে এডভ্যান্টেজ কাজে লাগাতে মরিয়া ' দ্যা গানার্সরা '। পিএসজি এখনও পর্যন্ত একবারও হারাতে পারেনি আর্সেনালকে। ১৯৯৪সালে জয় পেয়েছিল আর্সেনাল এবং ২০১৬-র চ্যাম্পিয়ন্স লিগে ড্র হয়েছিল এই দুই দলের মধ্যে। তাই বুধবার লন্ডনে অস্ত্রাগারে লণ্ডভণ্ড করতে মরিয়া পিএসজি।
UEFA Champions League
চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনাল বনাম পিএসজি

×
Comments :0