Malda

সমগ্র উত্তর বাংলার জমায়েত মালদা শহরে

রাজ্য

Malda

পশ্চিমবঙ্গ অধিকার মঞ্চ, সামাজিক ন্যায় মঞ্চ এবং আদিবাসী লোক শিল্পী সংঘ উত্তর বাংলার জমায়েত মালদা শহরে।   
শনিবার দুপুরে মালদা অতুল মার্কেট থেকে মিছিল এবং মালদা ষ্টেশন থেকে পৃথক দুটি মিছিল এসে সমাবেশ স্থলে পৌছায়।

 

 

 এদিন ধামসা মাদলের তালে ছন্দে সমাবেশ শুরু হয় সার্কিট হাউসের সামনে। উপস্থিত রয়েছেন রাম চন্দ্র ডোম পুলিন বিহারি বাস্কে, অলকেশ দাস সহযোগী সংগঠন ভারতীয় গণনাট্য সংঘের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য বিশ্বনাথ সিংহ।  
এদিন দেবলীনা হেমব্রম তার বক্তব্যে বলেন,  এই রাজ্যে দলিত পিছিয়ে পরা মেয়েরা প্রত্যেক দিন অত্যাচারীত হচ্ছে।

 

 

 

 তার বিরুদ্ধে মুখ খুললে হুমকি দেওয়া হচ্ছে। সরকারি কর্মচারীরা কাজ করছেন, কিন্তু তাদের প্রাপ্য মহার্ঘভাতা পারবেনা এটা কারোর জমিদারি নয়। আদিবাসী মানুষদের মধ্যের বিভাজনের রাজনীতি করছে। রাষ্ট্রপতি আমাদের সবার শ্রদ্ধার চেয়ার রাষ্ট্রপতি। কেন আদিবাসী আদিবাসী বলে চিৎকার চেচামেচি হচ্ছে? আসলে আমাদের আদিবাসী সমাজের মা বোন দের নিয়ে ছিনিমিনি খেলা করছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই।   

 


পুলিন বিহারি বাস্কে তার বক্তব্য রাখতে গিয়ে বলেন,  রাজ্য জুড়ে নৈরাজ্য শুরু করেছে তৃণমূল-বিজেপি। এরা মাঝে ঝগড়া করছে। এরা দু'দল নাগপুরের সহযাত্রী। গোপনে শলামর্শ করে দেশ বিকিয়ে দিচ্ছে।   

 

 
অলকেশ দাস বলেন, আদিবাসিদের বনাঞ্চলের অধিকার দিয়েছে ইউ পি এ  সরকারের আমলে। ১০০ দিনের কাজের অধিকার করছে বামফ্রণ্টের দায়িত্ব প্রাপ্ত এম পি সংসদরা, ছিনিয়ে নিয়ে এসেছে। সেই ১০০ দিনের কাজে ব্যপক দুর্নীতিতে তৃণমূলের নাম জড়াচ্ছে। কান টানলে মাথা আসবে, এবার মাথা ধরা পরবে। নিশ্চিত থাকুন তার আগে নাগপুরের সাধুদের পা ধরবে। তিনি বলেন, রাজ্য জুড়ে বিচ্ছিন্নবাদীদের বিরুদ্ধে লড়াই কে অব্যাহত রাখছেন সমাজের পিছিয়ে পরা দলিত মানুষেরা।

Comments :0

Login to leave a comment