দোলের দুপুরে এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ টিটিগড়ে। ঘটনাস্থল ঘটনাটি ঘটেছে খড়দহ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড। নিহত যুবকের নাম আকাশ যাদব ওরফে অমর। তৃণমূল কাউন্সলর ঘনিষ্ঠ বলে জানা গেছে। পুলিশ এই ঘটনায় পবন রাজভড় নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। বাকিরা পলাতক।
স্থানীয় ও পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গেছে এদিন
দুপুর দেড়টা পৌনে দুটো নাগাদ পবন রাজভর, কানাই তিওয়ারি, রাজ তিওয়ারি-সহ আরও এক জন বাইকে আসে। নিহত যুবক অমরের সঙ্গে পুরনো একটি ঝামেলাকে কেন্দ্র করে বসচা বাধে। অমরের সঙ্গে হাতাহাতি হয় পবনের। তারপর কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার পর অমরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়দের বক্তব্য শুধু পবন রাজভড় নয় এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন আরও অনেকে। অন্যান্যদের খোঁজ শুরু করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, পুরোনো শত্রুতার জেরেই এই খুন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এলাকায়।
Comments :0