BWF WORLD CHAMPIONSHIP 2025

বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয় সাত্ত্বিকসিরাজ - চিরাগ জুটির

খেলা

শনিবার রাতে ( রবিবার ) বিডব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিতে হেরে ব্রোঞ্জ পদক জিতলেন ভারতের সাত্ত্বিকসিরাজ - চিরাগ শেট্টি জুটি। ভারতের এই ব্যাডমিন্টন জুটি সেমিতে মুখোমুখি হয়েছিল চেন বো ইয়াং - লিউ ই জুটির। এর আগে এই জুটির বিরুদ্ধে গত বছর থাইল্যান্ডে হেরে গেছিলেন সিরাজ - চিরাগ জুটি। ১৯-২১ , ২১-১৮ এবং ১২-২১ পয়েন্টে হার ভারতীয় ব্যাডমিন্টন জুটির। সোনা ও রুপো জয় করতে না পারলেও ২০১১ সালের পর বিডব্লিউএফ প্রতিযোগিতায় পদক জিতল কোনো ভারতীয় শাটলাররা। এই ম্যাচে দারুন শুরু করেও মোমেন্টাম ধরে রাখার অভাবই তাদের ভোগালো। প্রথম গেমে  ১৯-২১ ব্যবধানে জিতে দ্বিতীয় গেমে ২১-১৮তে পয়েন্ট হারান এই জুটি। তৃতীয় এবং অন্তিম গেমে  ৯-০ তে দারুন শুরু করেও শেষমেশ হেরে যান ২১-১৮ ব্যবধানে।

Comments :0

Login to leave a comment