Brigade: Ambikesh Mahapatra

খেটে খাওয়া সব অংশের উচিত ব্রিগেড সমাবেশের পক্ষে দাঁড়ানো, ভিডিও বার্তায় অম্বিকেশ

রাজ্য ব্রিগেড

চরম অসুরক্ষিত শ্রমজীবী সব অংশ। এ সময়ে ব্রিগেডের ডাকে খেটে খাওয়া সব অংশের উচিত পাশে দাঁড়ানো। ব্রিগেড সমাবেশের আগেরদিন, শনিবার, এই বার্তা দিয়েছেন সমাজকর্মী অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। 
জলপাইগুড়িতে একটি কর্মসূচিতে যোগ দিয়েছেন মহাপাত্র। তাঁর ফাঁকেই একথা বলেছেন তিনি। 
দেশ কাল ধর্ম নিরপেক্ষ ভাবে সমাজ বদলেছে শ্রমজীবী মানুষের মেহনতী।
রাজ্য সরকারের চুরি দুর্নীতি, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতিতে কঠিন অবস্থাব শ্রমজীবীরা। বহু মানুষের কাজ নেই। যাঁর আজ কাজ আছে, তিনিও জানেন না কাল কাজ থাকবে কিনা। 
মহাপাত্র বলেন, আজকে একটি বিশাল অংশের শ্রমজীবী রয়েছেন যাঁদের কোনও সামাজিক সুরক্ষা নেই। সরকার সেই ব্যবস্থা রাখেনি। 
তিনি বলেন, শ্রমিক-কৃষক-খেতমজুর-বস্তিবাসী আন্দোলন যে ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে তা অত্যন্ত সময়োপযোগী। সব অংশের খেটে খাওয়া জনতার উচিত এই লড়াইকে সমর্থন করা।

Comments :0

Login to leave a comment