Arms Recovery

অস্ত্র-কার্তুজ সহ বসিরহাটে গ্রেপ্তার ২

জেলা

ফের রাজ্যে অস্ত্র-কার্তুজ উদ্ধার হল। সোমবার গভীর রাতে বসিরহাট থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ তাজা কার্তুজ। বসিরহাট পুলিশ ও এসটিএফের যৌথ উদ্যোগে গ্রেপ্তার হয়েছে দুই ব্যক্তি। সোমবার গভীর রাতে এসটি এবং এবং বসিরহাট জেলা পুলিশ যৌথ অভিযান চালায়। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে বসিরহাট পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের ছোট জিরাকপুর এলাকা থেকে কাজল মুখার্জী ও দীপ্তজিত সেন নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় দুটি রিভালবার ও ২১৫ রাউন্ড গুলি। কাজল মুখার্জি একজন প্রাইভেট টিউটর। অপরদিকে দীপ্তজিৎ সেন একজন স্বর্ণ ব্যবসায়ী। স্থানীয় সূত্রে এও জানা গিয়েছে ধৃত কাজল আরএসএসের সক্রিয় সদস্য। কি কারণে তারা প্রচুর পরিমাণ গুলি ও পিস্তল রেখেছিল তার তদন্ত শুরু করেছে এসটিএফ ও বসিরহাট থানার পুলিশ। 

Comments :0

Login to leave a comment