এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ায় দাগিদের নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে এসএসসিকে। নতুন নিয়োগ প্রক্রিয়ায় অতিরিক্ত ১০ নম্বর নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। হাইকোর্টে মামলা হয়েছে। এদিন বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে ছিল সেই মামলার শুনানি। আগামী ২ ডিসেম্বর মধ্যে এই বিষয় কমিশনকে নিজের বক্তব্য জানাতে হবে আদালতের কাছে।
এদিন বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন 'দাগি' তালিকায় নাম থাকলেও তারা কোন ভাবে নিয়োগে অংশ নিতে পারবে না। যদি কোনও 'দাগি' প্রার্থী অংশ নিয়েও নেন তাহলে তার নাম বাদ দিতে হবে। তিনি বলেন, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কোনও 'চিহ্নিত অযোগ্য' প্রার্থী যেন নতুন নিয়োগে অংশ নিতে না পারে।
এদিন বিচারপতি সিনহা বলেছেন, অযোগ্যদের যে তালিকা দেওয়া হয়েছে, তাতে শুধু প্রার্থীর নাম দিয়ে প্রকাশ করা যথেষ্ট নয়। কমিশনকে অযোগ্যদের নামের পাশে তাদের সব তথ্য দিতে হবে। যাতে সহজে শনাক্ত করা যায়। যার মধ্যে দিয়ে স্বচ্ছতা বজায় থাকবে। পাশাপাশি এও বলা হয়েছে, অযোগ্য হলে বিশেষভাবে সক্ষমরাও সুযোগ পাবে না।
অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত ১০ নম্বর বাতিল এবং নতুন করে ভেরিফিকেশন তালিকা প্রকাশের দাবিতে আন্দোলনে নেমেছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের যুক্তি যদি সরকারি স্কুলের শিক্ষকরা অভিজ্ঞতার জন্য বাড়তি নম্বর পান, তবে সরকার স্বীকৃত বেসরকারি স্কুলের শিক্ষকরা কেন সেই সুবিধা থেকে বঞ্চিত হবেন?
চাকরিপ্রার্থীদের আরও অভিযোগ, ভেরিফিকেশনের নতুন তালিকা প্রকাশ না করলে নিয়োগ প্রক্রিয়া অস্বচ্ছই থেকে যাবে। পাশাপাশি শূন্যপদ বৃদ্ধি নিয়েও এদিন তাঁরা সরব হন।
High Court
অযোগ্যদের নাম এবং তথ্য সব তালিকা প্রকাশের নির্দেশ এসএসসিকে
×
Comments :0