Syria Mosque Blast

সিরিরার মসজিদে বিস্ফোরণ, নিহত অন্তত ৮

আন্তর্জাতিক

সিরিয়ার হোমস শহরে শুক্রবারের নামাজের সময় একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ৮জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২১ জন। সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমসের ওয়াদি আল-দাহাব এলাকায় অবস্থিত ইমাম আলী ইবনে আবি তালিব মসজিদে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে কমপক্ষে ৮জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। সংবাদ সংস্থায় প্রকাশিত ছবিতে মসজিদের ভেতরে রক্তমাখা কার্পেট, দেয়ালে গর্ত, ভাঙা কাচ এবং আগুনের ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা গেছে। সংবাদ সংস্থার খবরে জানা গেছে প্রাথমিক তদন্তে মসজিদের ভিতরে বিস্ফোরক ডিভাইস পুতে রাখা হয়েছিল। হামলার পর, নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রাখে। হামলাকারীদের খোঁজে তল্লশি চলছে। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে , মসজিদের চারপাশে একটি নিরাপত্তা বেষ্টনী স্থাপন করা হয়েছে। সরকার এটিকে সন্ত্রাসবাদী হামলা হিসেবে দেখছে।
 

Comments :0

Login to leave a comment