‘আমেরিকার মদতে তিন দশক ধরে চলেছে সন্ত্রাসবাদ প্রশিক্ষণ। এই ইতিহাস রয়েছে বলেই আজ আমাদের ওপর এমন অভিযোগ শুনতে হচ্ছে।’
টেলিভিশন সাক্ষাৎকারে এই স্বীকারোক্তি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। রাষ্ট্রসঙ্ঘের সেই বক্তব্যকে হাতিয়ার করে পাকিস্তানকে কড়া সুরে দায়ী করল ভারত।
পাকিস্তানকে বিপজ্জনক রাষ্ট্রও বলেছে ভারত। রাষ্ট্রসঙ্ঘে ভারতের সহকারী স্থায়ী প্রতিনিধি যোজনা প্যাটেল বলেছেন, একটি দেশ আজগুবি এবং অবাস্তব অভিযোগ তুলে চলেছে। তাদের প্রতিরক্ষামন্ত্রী সম্প্রতি টেলিভিশন চ্যানেলে স্বীকার করেছেন যে সন্ত্রাসবাদী সংগঠনকে প্রশিক্ষণ ও আর্থিক মদত দেওয়া হয়। ভারত একথা দীর্ঘদিন ধরে বলে আসছে।
গত ২২ এপ্রিল পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর ভারত পাকিস্তানকে দায়ী করেছে। গত ২৫ এপ্রিল সর্বদলীয় বৈঠকে হামলার জন্য দায়ী কারা তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে বিরোধী দলগুলিও। সেই সঙ্গে দেশের সুরক্ষা ব্যর্থতার দিকটিও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছে।
ব্রিটিশ সংবাদচ্যানেল স্কাই নিিউজের সাক্ষাৎকারে দেশের মাটিতে সন্ত্রাসবাদী প্রশিক্ষণে আমেরিকার পাশাপাশি ব্রিটেন এবং পশ্চিমী দেশগুলির মদতের কথাও বলেছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী।
মঙ্গলবার রাষ্ট্রসঙ্ঘে ‘সন্ত্রাসবাদে আক্রান্তদের অ্যাসোসিয়েশন নেটওয়ার্ক’ কর্মসূচিতে ভাষণ দেন যোজনা প্যাটেল। তিনি বলেছেন, ২৬/১১’র মুম্বাই হামলার পর পহেলগামে হামলা নিরস্ত্র নাগরিকদের হত্যার সবচেয়ে ব৩ ঘটনা। এই পরিবারগুলির ওপর প্রভাব, সমাজের ওপর প্রভাব সম্পর্কে ভারত পুরোপুরি সচেতন।
প্যাটেল বলেছেন, আন্তর্জাতিক স্তর থেকে এত বড় ঘটনার পর সন্ত্রাসবাদ নির্মূল করার দৃষ্টিকোণ থেকে কী ব্যবস্থা নেওয়া হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পহেলগামের ঘটনায় মদত দেওয়ার অভিযোগ যদিও অস্বীকার করেছে পাকিস্তান।
Pahalgam UN
‘আমেরিকার মদতে সন্ত্রাসের প্রশিক্ষণ’, পাক মন্ত্রীর সেই মন্তব্য তুলে রাষ্ট্রসঙ্ঘে সোচ্চার ভারত

×
Comments :0