বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেস ট্রেনের কামরায় আগুন লাগল। রবিবার বেঙ্গালুরু থেকে হাওড়া ফেরার পথে এই ট্রেনের কামরায় আগুন লাগে। বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসের এস ৯ এসি কোচে আগুনের খবর পাওয়ার পরে ট্রেনটিকে অন্ধ্র প্রদেশের চিত্তুর জেলার কুপ্পাম স্টেশনে থামানো হয়। আগুন লাগার খবর পেয়ে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনায় হতাহতের কোনও খবর নেই বলে রেলের তরফে জানানো হয়েছে।
রেলের প্রাথমিক অনুমান, কুপ্পাম স্টেশনের কাছে ট্রেনটির একটি কোচের ব্রেক ব্লক হয়। ঘষা লাগার কারণে আগুন লেগে যায়। ধোঁয়ায় ঢেকে যায় গোটা কামরা।
চলন্ত ট্রেন থেকে নামার জন্য যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। চালক ট্রেনটি থামিয়ে দিলে ওই কামড়ার যাত্রীরা দ্রুত নেমে আসেন। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছেন পুলিশ ও রেলের আধিকারিকরা।
Comments :0