Bihar boat capsized

৩০ স্কুলছাত্রকে নিয়ে উল্টে গেল নৌকো, এখনও নিখোঁজ ১০

জাতীয়

নৌকায় ছিল ৩০ ছাত্র। বিহারের মুজফ্‌ফরপুরে বাগমতী নদীতে ডুবে গিয়েছে সেই নৌকা। বৃহস্পতিবারের এই ঘটনায় ২০ শিশুকে উদ্ধার করা গিয়েছে। নিখোঁজ এখনও ১০ শিশু। 

মধুপুর ভাট্টি ঘাটের কাছে নদীতে এই দুর্ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মুজফ্‌ফরপুরের জেলা শাসক জানিয়েছেন, বেলা এগারোটা নাগাদ নৌকা উলটে যায়। উদ্ধার চালাচ্ছে রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। 

স্থানীয়রা জানিয়েছেন, নৌকায় পারাপার করেই ছাত্রছাত্রীদের স্কুলে যেতে হয়। অন্য কোনও উপায়ই নেই। ছাত্রছাত্রীদের বেশিরভাগই নবম ও দশম শ্রেণির। উদ্ধার কাজে ঝাঁপিয়েছেন স্থানীয়রাও। 

Comments :0

Login to leave a comment