Woman Found Dead

তরুণীর মৃতদেহ উদ্ধার মহানগরের একটি পরিত্যক্ত আবাসনে

কলকাতা

Woman Found Dead

কলকাতার একটি পরিত্যক্ত আবাসনে এক তরুণীর মৃতদেহ উদ্ধার। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের সৃষ্টি হয় এন্টালি থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, গলা কাটা অবস্থায় ওই তরুণীর দেহ উদ্ধার হয়েছে। ওই তরুণীকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। 

 

 


খুন হওয়া ওই তরুণীর নাম অঞ্জলি কুমারী (১৮)। বিহারের পূর্ব চম্পারনের মধুবনী এলাকার বাসিন্দা। কলকাতায় ওই তরুণী চিকিৎসার জন্য এসেছিলেন। উঠেছিলেন শিয়ালদহের কোন রেল কোয়াটারে। ওই তরুণীকে কে বা কারা ওই পরিত্যক্ত আবাসনে নিয়ে এলো তা এখনো জানা যায় নি। ইতিমধ্যেই এন্টালি থানার পুলিশ এবং লালবাজার থানার পুলিশ তদন্ত শুরু করেছে। 


পুলিশ সন্দেহভাজন তিন জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে। সন্দেহভাজনরা তিনজনই বিহারের বাসিন্দা। তিনজনেই তরুণীর পূর্ব পরিচিত। তদন্তকারীদের অনুমান, চিকিৎসার জন্য ওই তরুণীকে বিহার থেকে কলকাতায় তারাই নিয়ে এসেছিলো। ওই তরুণীকে কী করে এন্টালিতে নিয়ে গেলো তা খোঁজ চলছে। কলকাতা কাছে রেলের কোয়ার্টারে থাকতেন ওই তরুণীর আত্মীয়রা। সেখানে সে উঠেছিলো বলে জানা গেছে।

Comments :0

Login to leave a comment