BOEING JOB CUT

বিশ্বে ১৭ হাজার কর্মী ছাঁটছে মার্কিন বিমান সংস্থা বোয়িং

আন্তর্জাতিক

এক ঝটকায় ১৭ হাজার কর্মী ছাঁটছে মার্কিন বিমান নির্মাতা সংস্থা বোয়িং। চলতি সপ্তাহ থেকেই কর্মীদের ছাঁটাইয়ের নোটিস পাঠাতে শুরু করছে এই বিমান সংস্থা। 
সংবাদসংস্থার খবর, বিশ্বজুড়েই নিজেদের বিভিন্ন কারখানায় ছাঁটাই চালাবে বোয়িং। কেবল অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মীরাই নন, ছাঁটাইয়ের মুখে পড়বেন স্থায়ী কর্মীরাও। প্রযুক্তিবিদ থেকে শ্রমিক, সবার ওপরেই পড়বে ছাঁটাইয়ের কোপ। সংস্থা জানিয়েছে প্রায় ১০ শতাংশ কর্মী ছাঁটাই হবে। সংখ্যার বিচারে তা প্রায় ১৭ হাজার।
বোয়িংয়ের বিবৃতিতে আন্তর্জাতিক বাজারে সংকটের ইঙ্গিতই রয়েছে। বলা হয়েছে, ‘‘আর্থিক বাস্তবতা বিবেচনায় রেখে কর্মীর সংখ্যা সংশোধন করা হচ্ছে।‘’ বোবিং জানিয়েছে, কর্মচ্যুতদের জানুয়ারি পর্যন্ত অর্থ দেওয়া হবে। তার মধ্যে বিকল্প কাজ দেখে নিতে বলা হয়েছে। 
বিমান প্রযুক্তি এবং পরিবহণ বিশেষজ্ঞদের বক্তব্য, বোয়িংয়ের ‘জেট ৭৩৭ ম্যাক্স’ বিমানের বিক্রি স্থিতিশীল করতে চাইছেন নতুন নিযুক্ত সিইও কেলি ওর্টবার্গ। একাংশের বক্তব্য, বোয়িংয়ে সমস্যা হচ্ছে দীর্ঘ সময় ধরে। ওয়েস্ট কোস্টে ৩৩ হাজার কর্মী ধর্মঘটে যেতে বাধ্য হয়েছিলেন। ঋণ এবং বিনিয়োগের নির্ভরযোগ্যতা নির্ণয় ক্ষেত্রে যুক্ত একাধিক সংস্থা বোয়িংয়ের আর্থিক পরিস্থিতি সম্পর্কে সংশয় জানিয়েছে। 
গত জানুয়ারিতে মাঝ আকাশে বোয়িংয়ের এই ৭৩৭ ম্যাক্স বিমানেরই দরজা খুলে গিয়েছিল। তা নিয়ে আন্তর্জাতিক স্তরে যথেষ্ট হইচই হয়। তবে বোয়িংয়ের সিদ্ধান্ত যে বিশ্ব বাজারে দীর্ঘ সময় ধরে চলতে তাকা সংকটের অন্যতম সূচক, সে বিষয়ে নিশ্চিত বিশেষজ্ঞদের বড় অংশ। 
আমেরিকা রাষ্ট্রপতি ভোটে অন্যতম প্রধান বিষয় হয়েছে কাজ এবং রোজগার। বিষয় হয়েছে পরিস্থিতি সামলানোর মতো মজুরিও।

Comments :0

Login to leave a comment