Brigade Jalpaiguri Coochbehar

মিছিল-জাঠার সঙ্গে ব্রিগেড প্রচার চলছে বাড়ি বাড়ি ঘুরেও

জেলা ব্রিগেড

রবিবার জলপাইগুড়িতে চলছে বাড়ি বাড়ি ঘুরে অর্থসংগ্রহ।

প্রচার চলছে মিছিলে। রিক্সায় মাইক খাটিয়েও বলা হচ্ছে ২০ এপ্রিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সমাবেশের দাবি। আবার কোথাও বাড়ি বাড়ি ঘুরে অর্থসংগ্রহের সঙ্গে চলছে ব্রিগেডের প্রচার। 
রবিবার কোচবিহার এবং জলপাইগুড়ির বহু জায়গায় দেখা গিয়েছে প্রচারের এমন ছবি। লেখা হয়েছে দেওয়াল। শ্রমিক-কৃষক-খেতমজু এবং বস্তি আন্দোলনের আহ্বান জানিয়ে পড়েছে পোস্টার। প্রচার চলছে সোশাল মিডিয়াতেও। ই-পোস্টার ঘুরছে মোবাইলে।  
শ্রমকোড বাতিল, শ্রমিকের মজুরি বৃদ্ধি, চা শ্রমিকদের ন্যূনতম মজুরি দ্রুত চালু, কৃষকের ফসলের ন্যায্য দাম, বস্তিবাসীর পাট্টা, জল জঙ্গল জমির অধিকার সুরক্ষিত করা,  বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে এই সমাবেশ হতে চলেছে।  
রবিবার জলপাইগুড়ি শহরে প্রচারে ছিলেন শ্রমিক নেতা কৃষ্ণ সেন, শুভাশিস সরকার প্রমুখ। 
এদিনই কোচবিহার সিতাই বাজার এলাকায় জাঠা কর্মসূচিতে শামিল হলেন শ্রমিক, কৃষক, খেতমজুরেরা। সিআইটিইউ, সারা ভারত কৃষক সভা, সারা ভারত খেতমজুর ইউনিয়নের ডাকে জাঠা কর্মসূচির নেতৃত্ব দেন সারা ভারত কৃষক সভার কোচবিহার জেলা সম্পাদক তমসের আলি, কৃষক নেতা কানু পাটোয়ারি প্রমুখ। 
নিউ কোচবিহারে রেলের জমিতে অবিলম্বে স্পোর্টস হাবের কাজ শুরু করা, কোচবিহার ডোডেয়ারহাট সংলগ্ন এলাকায় রেলের ওভার ব্রিজ তৈরির কাজ দ্রুততার সাথে সম্পন্ন করা, নিউ কোচবিহার রেল স্টেশন থেকে চেন্নাই, বেঙ্গালুরু এবং ভেলোরগামী ট্রেন চালু করা জেডি হাসপাতালের জমিতে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজের দ্বিতীয় ক্যাম্পাস খোলার মতো দাবিতে সোচ্চার হয়েছে জাঠা। 
কোচবিহার-২ ব্লকের খাগড়াবাড়ি এলাকায় যৌথ জাঠায় শামিল হলেন শ্রমিক, কৃষক, খেতমজুর ও বস্তিবাসীরা। জাঠার উদ্বোধন করেন শ্রমিক আন্দোলনের নেত্রী কাজল দে।

Comments :0

Login to leave a comment