চাঁচল ২ নম্বর ব্লক দপ্তর থেকে ঢিল ছোড়া দূরত্বে আমবাগান থেকে উদ্ধার এক মহিলার দগ্ধ দেহ। সম্পূর্ণ ঝলসে গেছে ওই দেহ। মৃতার নাম এবং পরিচয় এখনো জানা যায়নি। ধর্ষণ এবং খুন করে প্রমাণ লোপাটের জন্য পুড়িয়ে দেওয়া হতে পারে বলে অনুমান করা হচ্ছে। সমগ্র ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। প্রায় ৯০ শতাংশ পুড়ে গেছে দেহ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি ব্যাগ এবং কিছু ওষুধ, আর কেমিক্যাল জাতীয় তরল। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আশেপাশের বিভিন্ন বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে বিভিন্ন সিসিটিভি ফুটেজ। ঘটনাস্থলে রয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন, মহকুমা পুলিশ শাসক সোমনাথ সাহা, আইসি পূর্ণেন্দু কুন্ড। অপরাধের জায়গা লাল ফিতা দিয়ে ঘেরা হয়েছে। ১০ মিটার দূরে পরিত্যক্ত একটি পুকুরে জাল ফেলা হচ্ছে। আত্মহত্যা নাকি খুন খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে তদন্তকারী অফিসারদের অনুমান মহিলাকে খুনই করা হয়েছে। মৃতার পরিচয় জানতে চেষ্টা চালাচ্ছে পুলিশ
woman's body found in malda
মালদার চাঁচলে মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার
×
Comments :0