মুলায়াম সিং যাদবের মৃত্যুর ফলে মইনপুরী লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হবে ডিসেম্বরের ৫ তারিখে। ওই একইদিনে ভোটগ্রহণ হবে বিভিন্ন রাজ্যের ৫টি বিধানসভা কেন্দ্রেরও। শনিবার নির্বাচন কমিশন এই খবর জানিয়ে বলেছে এই উপনির্বাচনের ফল ঘোষণা হবে ৮ ডিসেম্বর।
সমাজবাদী পার্টির নেতা মহম্মদ আজম খানের বিধায়ক পদ খারিজ হয়ে যাওয়ায় উত্তর প্রদেশে রামপুর বিধানসভা কেন্দ্রটি ফাঁকা হয়েছে। পাঁচ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের মধ্যে এটি একটি। এছাড়া গত ৯ অক্টোবর মৃত্যু হয়েছে রাজস্থানের কংগ্রেস বিধায়ক ভানোয়ার লাল শর্মার। সেই খালি আসনের জন্য চুরু জেলার সর্দারশহর কেন্দ্রেও উপনির্বাচন ৫ ডিসেম্বর। এছাড়া এই পর্যায়ে উপনির্বাচন হবে ওডিশার পদমপুর, বিহারের কুরহানি ও ছত্তিশগড়ের ভানুপ্রতাপপুর আসনেও।
এই উপনির্বাচনগুলিরও ফলাফল ঘোষণা হবে গুজরাট ও হিমাচল প্রদেশের বিধানসভার ভোটের সঙ্গে একইদিনে, ৮ডিসেম্বরে।
Bypolls
উপনির্বাচনের দিন জানালো কমিশন
×
Comments :0