Abhaya Sujan Chakrabarty

যারা অভয়া কাণ্ডকে ধামাচাপা দিতে চেয়েছে মুখ্যমন্ত্রী তাঁদের পাশে: সুজন চক্রবর্তী

রাজ্য

অভয়ার পরিবারের অভিযোগ ভয়ঙ্কর। এবং তা সত্যি। তাঁদের একঘরে করে রাখার চেষ্টা হচ্ছে।
স্পষ্ট হয়ে যায় মুখ্যমন্ত্রী কোন দিকে দাঁড়িয়ে আছেন।
আর জি কর হাসপাতালে নিহত চিকিৎসক-ছাত্রীর বাবা এদিন বলেছেন যে তৃণমূলের মদতে তাঁদের একঘরে করে রাখা হচ্ছে। পড়শিদের তাঁদের সঙ্গে কথা বলা বা জিনিসপত্র বিক্রি করতে ভাবতে হচ্ছে দোকানদারদের।
চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে আছেন যাঁদের দিকে তাঁদের একজন পানিহাটির বিধায়ক। দ্রুত দেহের শেষকৃত করে দেওয়ার অভিযোগে তাঁর নাম আছে। আরেকজন পানিহাটির সেই কাউন্সিলর যিনি এভাবে দেহের শেষকৃত্যে যুক্ত, তাঁকে পানিহাটির চেয়ারম্যান করে দেওয়া হলো। পরিবারকে জোর করে সরিয়ে রেখে দেহের শেষকৃত্য দ্রুত করা হয়েছিল। মুখ্যমন্ত্রী তাঁদের পাশে। 
এদিন নবান্ন অভিমুখে বিক্ষোভে অংশ নিয়ে আহত হন ‘অভয়া’-র বাবা এবং মা। পুলিশের লাঠির আঘাত পড়ে তাঁর ওপর। জানা গিয়েছে তাঁর সিটি স্ক্যান হয়েছে। হাতে এবং পিঠেও তিনি আঘাত পেয়েছেন। ঘনিষ্ঠরা জানান যে বাবাকেও একই বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়। 
অভয়া-র মা নিজেও জানান যে পুলিশ তাঁকে আঘাত করেছে। পার্ক স্ট্রিট থেকে বিদ্যাসাগর সেতুর দিকে যাওয়ার সময় পুলিশ লাঠি চালালে তাঁরা আহত হন। অভয়া-র মা জানিয়েছেন যে পুলিশ তাঁকে রাস্তায় ফেলে দিয়েছে। 
চক্রবর্তী বলেন, যারা অভয়া কাণ্ডকে  ধামাচাপা দিতে চেয়েছে, তথ্য প্রমাণ লোপাট করতে চেয়েছে মুখ্যমন্ত্রী তাঁদের পাশে।

Comments :0

Login to leave a comment