দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বলাগড়ে। রবিবার বিকেলে ডিওয়াইএফআই বলাগড় ২নং এরিয়া কমিটির ডাকে শ্রীপুর থেকে মিছিল শুরু হয়। গত চার পাঁচ বছর ধরে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে চাকরি দেওয়ার নাম করে এলাকা থেকে বিপুল টাকা তুলেছিলেন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। সরকারি চাকরি পাইয়ে দেবার নামে দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষের বাড়ির সামনে দিয়ে প্রতিবাদ মিছিল এদিন কালিয়াগড় চৌমাথা হয়ে জিরাট বাসস্ট্যান্ড পর্যন্ত ৬ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে। স্লোগান মুখরিত মিছিলে একটাই স্লোগান ওঠে অবিলম্বে নিয়োগ দুর্নীতি সহ সমস্ত দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করতে হবে। চোর ‘ধরো জেল ভরো’ স্লোগান ওঠে মিছিলে। প্রতিবাদ মিছিলে ছিলেন ডিওয়াইএফআই হুগলি জেলা কমিটির সম্পাদক শুভঙ্কর দাস সহ জয়দীপ মুখার্জি, অভিষেক ঘোষ, বিভাষ গোলদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। জেলা সম্পাদক শুভঙ্কর দাস বলেন, আজকের মিছিল দুর্নীতি গ্রস্তদের বিরুদ্ধে। নিয়োগ দুর্নীতি মামলায় যাদের নাম এসেছে তাদের অবিলম্বে শাস্তি দিতে হবে। তাই আমরা জেলা জুরে প্রতিবাদ কর্মসূচি করছি।
উল্লেখ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ বলে পরিচিত তাপস মন্ডল বলাগরের যুব নেতা কুন্তল ঘোষের নাম নিয়েছিলেন। তাপস মন্ডল দাবি করেছিলেন নিয়োগ দুর্নীতিতে ১৯ কোটি টাকা তুলেছিলেন কুন্তল। ওপরমহলের তৃণমূল নেতাদের সঙ্গে ছবি, ঘনিষ্ঠতাই কুন্তলের দাপটের প্রধান রহস্য! তৃণমূলের প্রভাবশালী মহলে ‘খুশি’ করতে পারায় দুমাস আগে রাজ্য কমিটির পদও পায় এই যুবনেতা। অথচ তার পাঁচ বছর আগেই চাকরি দেবার নামে কোটি কোটি টাকা তোলার অভিযোগ আসছিল এই যুবনেতার বিরুদ্ধে। কুন্তলকে নিজাম প্যালেসো ডেকে পরপর দুদিন জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারি আধিকারিকরা। চিনার পার্কে কুন্তলের দুটি ফ্ল্যাটে অভিযান চালায় ইডি। কুন্তল ঘোষের সঙ্গে বলাগড়ের আরেক তৃণমূল নেতা শান্তনু ব্যানার্জীর নাম নিয়েছিলেন তাপস মণ্ডল। শনিবার সকালে ইডি হেফাজতে নেয় কুন্তল ঘোষকে। তাঁর গ্রেপ্তারির খবরে ওই দিন সকাল থেকেই তালাবন্ধ বাড়ির সামনে ভিড় জমে গ্রামবাসীদের।
Comments :0