‘বিদ্বেষ বিভাজনের রাজনীতির বিরুদ্ধে, সম্প্রীতির পক্ষে ও শিলিগুড়ির আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে সোচ্চার হোন’ এই স্লোগানকে সামনে রেখে মিছিল করলো সিপিআই(এম)। সোমবার বিকেলে সিপিআই(এম) দার্জিলিঙ জেলা কমিটির পক্ষ থেকে মিছিল বের হয়। মিছিলটি শুরু হয় শিলিগুড়ি সংলগ্ন এনটিএস মোড়ের সামনে থেকে। বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিল শেষ হয় সিপিআই(এম) জেলা দপ্তর অনিল বিশ্বাস ভবনের সামনে। মিছিলে ছিলেন প্রবীন সিপিআই(এম) নেতা অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার, সিপিআই(এম) দার্জিলিঙ জেলা সম্পাদক সমন পাঠক, গৌতম ঘোষ, দিলীপ সিং, জয় চক্রবর্তী সহ অন্যান্যরা। মিছিলে হেঁটেছেন প্রাক্রন ছাত্রনেতা তথা পার্টির রাজ্য কমিটির সদস্য ময়ূখ বিশ্বাস। জেলা সম্পাদক সমন পাঠক বলেন, সম্প্রতি খুব ছোট ছোট ঘটনাকে নিয়ে বিজেপি সাম্প্রদায়িকীকরণ ও মেরুকরনের রাজনীতি করার চেষ্টা করছে। শান্ত শিলিগুড়ি শহরকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে। বিজেপি’র এই ধরনের নোংরা রাজনীতি কোনভাবেই মেনে নেওয়া হবে না। তাই প্রতিবাদ জানাতেই রাস্তায় আছি। জীবেশ সরকার বলেন, তৃণমূল কংগ্রেস পরিচালিত শিলিগুড়ি পৌর বোর্ড শহরের উন্নয়নে ব্যার্থ। শহরের অপরাধমূলক অসামাজিক কাজকর্ম বাড়ছে। অন্যদিকে বিজেপি আর তৃণমূল শহরের যে কোন ঘটনাকে সাম্প্রদায়িক দাঙ্গার চেহারা দিচ্ছে। শহরকে উত্তপ্ত ও বিভাজিত করার চেষ্টা চালাচ্ছে রাজ্য ও কেন্দ্র সরকার। সিপিআই(এম) জনগনকে সাথে নিয়ে বিভাজনের রাজনীতি প্রতিহত করতে রাস্তার লড়াইতে থাকবে। অশোক ভট্টাচার্য বলেন, কখন খেলা আবার কখনও যে কোন ক্ষুদ্র ঘটনাকে বৃহদাকার করা হচ্ছে। উদ্বিগ্ন আমরা। দুই শাসকদল এই সমস্ত ঘটনাকে আরো উসকে দিয়ে রাজনৈতিক ফায়দা নেবার চেষ্টা করছে। শিলিগুড়ি শহর অতীতে এইধরনের রাজনীতি দেখেনি। আমরা শান্তি সম্প্রীতি ঐক্যের পুরোনো শহর শিলিগুড়ি ফিরিয়ে আনতে চাইছি। সেই লক্ষ্যেই মিছিলে হাঁটছি।
CPI(M) RALLY IN SILIHURI
ঐক্যের শিলিগুড়ি চাই, বিশাল মিছিল সিপিআই(এম)’র
.jpg)
×
Comments :0