CPIM DARJEELING

যোগ্য শিক্ষকদের আন্দোলনের সংহতিতে শিলিগুড়িতে মিছিল সিপিআই(এম)'র

জেলা

শিলিগুড়িতে মিছিল সিপিআই(এম)'র। ছবি ও ভিডিও: রাজু ভট্টাচার্য

দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে গিয়ে যোগ্যদের ভবিষ্যৎ নষ্ট, সকল যোগ্য বেকারের চাকরি চাই, অপদার্থ মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এই সমস্ত দাবিকে সামনে রেখে রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল করলো সিপিআই(এম)। বুধবার বিকেলে সিপিআই(এম) দার্জিলিং জেলা কমিটির উদ্যোগে শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে সুবিশাল মিছিল হয়। মিছিল কোর্ট মোড়, হাসপাতাল মোড় ভেনাস মোড় হয়ে সোজা হিলকার্ট রোড ধরে সেবক মোড় পেরিয়ে এয়ারভিউ মোড়ে গিয়ে শেষ হয়। বেশ কিছুক্ষণ এয়ারভিউ মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। একই সাথে এদিন বিভিন্ন জায়গায় যোগ্য চাকরি হারাদের উপর যেভাবে হামলা চালানো হয়েছে। তার বিরুদ্ধেও যোগ্য শিক্ষকদের লড়াই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এয়ারভিউ মোড়েই ১৫ মিনিট মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচি থেকে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানানো হয়। 
বুধবার মিছিল ও মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআই(এম) দার্জিলিং জেলা সম্পাদক সমন পাঠক, সিপিআই(এম)'র প্রবীণ নেতা  অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার সহ নেতৃবৃন্দ। ছাত্র, যুব, মহিলা, শিক্ষক সহ সর্বস্তরের সাধারণ মানুষ রাজ্যে দুর্নীতিবাজ নেতা মন্ত্রীদের শাস্তির দাবিতে মিছিলে যোগ দিয়ে প্রতিবাদ জানিয়েছেন। সিপিআই(এম) দার্জিলিং জেলা সম্পাদক সমন পাঠক বলেন, "রাজ্যে দুর্নীতিগ্রস্ত সরকারের সময়ে চারিদিকে হুলস্থুল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দুর্নীতিগ্রস্ত তৃণমূলের মুখ্যমন্ত্রী রাজ্যের হাজার হাজার যোগ্য শিক্ষকদের পথে বসিয়েছে। একই সঙ্গে যোগ্য চাকরি হারা শিক্ষক যাঁরা রাস্তার আন্দোলনে সামিল হয়েছেন তাঁদের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি আমরা। আমাদের দাবি অবিলম্বে যোগ্য চাকরি প্রার্থীদের স্কুলগুলিতে পুনঃনিয়োগ করতে হবে এবং শিক্ষামন্ত্রী সহ যারা এত বড় দুর্নীতির সাথে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দুর্নীতিগ্রস্থদের বিরুদ্ধে এবং যোগ্য চাকরি হারাদের পক্ষে আমাদের লড়াই ধারাবাহিকভাবে চলবে।"

Comments :0

Login to leave a comment