Calcutta football League

শিবমের জোড়া গোলে ম্যাচের দখল রয়েছে মোহনবাগানেরই কাছে

খেলা

নৈহাটিতে কলকাতা লিগের ম্যাচে প্রথমার্ধের শেষে বি এস এস স্পোটিংয়ের বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে রয়েছে মোহনবাগান। জোড়া গোল করেছেন শিবম মুন্ডা। মোহনবাগানের প্রথম একাদশে গত ম্যাচে গোল করে যে তুষার মোহনবাগানকে হারের হাত থেকে বাঁচিয়ে ছিলেন। তাকে প্রথম একাদশে সুযোগ দিয়েছিলেন ডেগি কারডোজো। রবিবার হলেও গ্যালারিতে খুব বেশি সমর্থকের দেখা মেলেনি। ম্যাচের শুরু থেকে আক্রমণে না এসে দুই দলই পরখ করে নিচ্ছিল একে অপরকে। তবে ১২ মিনিটের পর থেকেই আক্রমনে আসতে মোহনবাগানক। দুই উইং থেকে লেওয়ান ও শিবম সেন্টার রেখে যাচ্ছিলেন। ২৪ মিনিটে শিবম গোলের সহজ সুযোগ মিস করেন। তবে ৩০ মিনিটের মাথায় সেই শিবম মুন্ডাই গোল করে দলকে এগিয়ে দেন। লেওয়ানের সেন্টার থেকে বা দিক থেকে গোল করেন শিবম মুন্দা।  মোহনবাগানের মাঝমাঠে মিংমা শেরপা নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই পেন্ডুলামের মতো মাঝমাঠের দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও নজর কারছিলেন শিলিগুড়ির কিরন রাই। দৃষ্টিনন্দন ফুটবলে মাঝমাঠ থেকে খেলা ছড়াচ্ছিলেন তিনি । ম্যাচের ৪২ মিনিটে কর্ণার থেকে অনিন্দ্য সুন্দর গোল করেন সেই শিবম মুন্ডা। বিএসএসের গোলরক্ষক শুভঙ্কর কিছু বুঝে ওঠার আগেই বল জালে জড়িয়ে যায়।

Comments :0

Login to leave a comment