শুরু হয়েছে সাংহাই থেকে দিল্লিগামী বিমান পরিষেবা। রবিবার চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের এই বিমানের প্রায় ৯৫ শতাংশ আসন ভরা ছিল।
১০ নভেম্বর থেকে দিল্লি-গুয়াঙঝৌ উড়ান পরিষেবা চালু করছে ইন্ডিগো।
২৬ অক্টোবর থেকে ভারত-চীন উড়ান পরিষেবা চালু হয়েছে ফের। সীমান্ত সংঘাতের জেরে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে অবনতি হয়েছিল। ২০২০-তে কোভিড সংক্রমণের সময় যোগাযোগ বন্ধ করা হয়। দীর্ঘদিন পরিষেবা স্থগিত ছিল। ২৬ অক্টোবর ইন্ডিগোর বিমান কলকাতা থেকে গুয়াঙডঙ প্রদেশের গুয়াঙঝৌয়ে গিয়েছিল।
সাংহাই-দিল্লি রুটে বিমান সপ্তাহে তিনদিন চলাচল করবে বলে জানিয়েছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স।
Shanghai-Delhi fligh
এবার শুরু সাংহাই-দিল্লি বিমান পরিষেবাও
×
Comments :0