China Protests

বেজিঙে মোবাইল কারখানায় বিক্ষোভ

আন্তর্জাতিক

China Protests

বিশ্বের সর্ববৃহৎ আই-ফোন কারখানায় বিক্ষোভ দেখালেন শ্রমিকরা। কাজের চুক্তি ঘিরেই বিতর্ক। কোভিড-বিধি উপেক্ষা করেই কারখানার শ্রমিকরা বিক্ষোভে শামিল হলে বাধা দেয় পুলিশ।
ঘটনাটি ঘটেছে মধ্য বেজিঙয়ের ঝেনঝুয়াও-তে। 

 

সেখানে তাইওয়ানের ফোক্সকন টেকনোলজি গ্রুপ চালায় আই-ফোন কারখানা। এমনিতেই ওই কারখানায় নিরাপত্তাহীনতা নিয়ে শ্রমিকদের ক্ষোভ ছিল। কোভিড বিধি সংক্রান্ত বিধিনিষেধ রয়ে গিয়েছে। তবে সবচেয়ে বড় ক্ষোভের কারণ অবশ্যই কাজের চুক্তি এবং শ্রমিকদের কম বেতনে কাজ করানো। প্রতিশ্রুতিমতো মজুরিও দেওয়া হয়নি তাঁদের বলে অভিযোগ করেছেন শ্রমিকরা। 

 

মঙ্গলবার কর্তৃপক্ষ শ্রমিকদের চুক্তি বদলের সিদ্ধান্ত নেওয়ায় শ্রমিকরা আরও ক্ষুব্ধ হন। একারণেই বুধবার তাঁরা বিক্ষোভ দেখান।

Comments :0

Login to leave a comment