General Elections 2024

মণিপুরে দুটি আসনেই এগিয়ে কংগ্রেস

জাতীয় লোকসভা ২০২৪

দাঙ্গা বিধ্বস্ত মণিপুরে দুটি লোকসভা আসনেই মানুষের রায় বিজেপির বিরুদ্ধে। মণিপুর লোকসভা কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি ও তার জোটসঙ্গী নাগা পিপলস ফ্রন্টের প্রার্থীদের পিছনে ফেলে কংগ্রেস প্রার্থীরা ব্যবধান বাড়িয়ে এগিয়ে রয়েছেন।
ইনার মণিপুর লোকসভা আসনে কংগ্রেসের আঙ্গোমচা বিমল আকোইজাম ৬৯,৪৫২ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন বিজেপি নেতা তথা রাজ্যের শিক্ষামন্ত্রী থৌনাওজাম বসন্ত কুমার সিংয়ের বিরুদ্ধে। প্রাথমিক রাউন্ডের গণনার পরে সিং এগিয়ে ছিলেন।
মঙ্গলবার ভারতের নির্বাচন কমিশনের (ইসিআই) তথ্য অনুযায়ী, আদিবাসী সংরক্ষিত আউটার মণিপুর আসনে কংগ্রেসের আলফ্রেড কান্নাগাম এস আর্থার ৪৫,৬৪৪ ভোটে এনপিএফ প্রার্থী কাচুই টিমোথি জিমিকের চেয়ে এগিয়ে রয়েছেন।

Comments :0

Login to leave a comment