মধুসূদন চ্যাটার্জি
থাকার ঘর নেই, পানীয় জল পর্যন্ত নেই। স্বাস্থ্য, শিক্ষার অবস্থাও ভয়াবহ। জনজীবনের একগুচ্ছ দাবি নিয়ে জঙ্গল মহলের রানিবাঁধে আছড়ে পড়ল মেহনতী জনতার জমায়েত। বড় দাবি কাজেরও।
সিপিআই(এম)’র ডাকে হয়েছে এই বিশাল বিক্ষোভ মিছিল। বিডিও’র কাছে বুধবার দেওয়া হয়েছে ডেপুটেশনও।
এলাকায় শ্রমজীবী জনতার মধ্যে চলছে ২০ এপ্রিল ব্রিগেড সমাবেশের প্রচারও। সেই সমাবেশের ডাক দিয়েছে সিআইটিইউ, সারা ভারত কৃষক সভা, সারা ভারত খেত মজুর ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি।
এদিন বিক্ষোভ সমাবেশে দলে দলে এসেছেন মহিলারা। দূর দূর গ্রাম থেকে সমবেত হয়েছেন তাঁরা। বঞ্চা আর বিভাজনের বিরুদ্ধে তুলেছেন স্লোগান।
রানিবাঁধেও বহু মানুষ কাজ না পেয়ে অন্য রাজ্যে যেতে বাধ্য হচ্ছেন। কাজ নেই, রোজগার নেই। দাবি উঠেছে কাজের।
Comments :0