indian premier league

আইপিএলে দিল্লির মুখোমুখি কলকাতা

খেলা

DC vs KKR ছবি সৌজন্য - কলকাতা নাইট রাইডার্স অফিসিয়াল ফেসবুক পেজ

আইপিএলে মঙ্গলবার ভারতের সেরা দুই শহরের লড়াই। বর্তমান রাজধানী দিল্লির দল দিল্লি ক্যাপিটালসের লড়াই সাবেক রাজধানী কলকাতার নাইট রাইডার্সের বিরুদ্ধে। অরুণ জেটলি স্টেডিয়ামে দুই দল নামবে সন্ধ্যা ৭:৩০টায়। গত বছর নাইটদের সেরা বোলিং অস্ত্র মিচেল স্টার্ক বর্তমানে খেলেন দিল্লির দলে। এছাড়াও নাইটদের প্রাক্তনী কুলদীপও রয়েছেন এই দলে। বাংলার ছেলে অভিষেক পোরেলও খেলবেন কলকাতার বিরুদ্ধে । এই মুহূর্তে ৯ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে তারা। অক্ষর প্যাটেল দারুন অধিনায়কত্ব করছেন । কোচ হেমাঙ্গ বেদানির সঙ্গে মেন্টর কেভিন পিটারসনের পরামর্শে আরো ধারালো হয়ে উঠছে গোটা দল। অন্যদিকে গতবারের ফর্মের ধারেকাছে নেই নাইটরা। অধিনায়ক রাহানে ব্যক্তিগত স্তরে ভালো রান করলেও ফাঁক থেকে যাচ্ছে অধিনায়কত্বে। ২৬কোটি অর্থমূল্য দিয়ে ধরে রাখা হয়েছে ভেঙ্কটেশ আইয়ারকে। কিন্তু তিনিও প্রত্যাশাপূরণে ব্যর্থ। এছাড়াও রয়েছে রাসেলের বিরক্তিকর পারফরম্যান্স। তবুও সুযোগ দেওয়া হচ্ছেনা বসে থাকা রোভম্যান পাওয়েল , মনীশ পান্ডেদের। মঙ্গলবার তাই টসে জিতে প্রথমে ব্যাটিংয়েরই লক্ষ্য থাকবে কেকেআরের। তাদের প্রধান অস্ত্র বোলিং। স্পিনারদেরই মঙ্গলবার ম্যাচ বের করতে হবে। ৩৪বারের মুখোমুখি সাক্ষাতে ১৮বার জিতেছে কেকেআর এবং ১৫বার জিতেছে দিল্লি ক্যাপিটালস।     

Comments :0

Login to leave a comment