DENGUE DEATH

চিকিৎসা করাতে এসে কলকাতায় ডেঙ্গুতে মৃত্যু হল বাংলাদেশী মহিলার

কলকাতা


ফের ডেঙ্গুতে মৃত্যু কলকাতায়। বুধবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বাংলাদেশের এক মহিলার। ৫৮ বছরেরে ওই মহিলার নাম শিপ্রা দাস তিনি বাংলাদেশের নারাইলের বাসিন্দা। তিনি কলকাতায় চিকিৎসার জন্য এসে ডেঙ্গুতে আক্রান্ত হন। তিনদিন আগেই জ্বর নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন কলকতার এক বেসরকারি হাসপাতালে। সেখানে ডেঙ্গুর চিকিৎসা চলছিল তার। বুধবার সকালে সেখানেই মৃত্যু হল শিপ্রা দাসের। 
এদিকে হুগলিতে চেয়ারম্যানের ওয়ার্ডেই ডেঙ্গুর প্রকোপ প্রতিবাদে সরব বৈদ্যবাটির ৫ নং ওয়ার্ডের মানুষ। স্থানীয় বাসিন্দারা জানান ৫ নং ওয়ার্ডের শুধুমাত্র ছাতুগঞ্জেই ৩০ জনের কাছাকাছি ডেঙ্গুতে আক্রান্ত। পুরো ওয়ার্ড ধরলে ৭০ জনের কাছাকাছি আক্রান্ত। এলাকায় জোর গুজব যে আক্রান্তের সাথে সাথে ডেঙ্গুতে মৃত্যুর খবর ও রয়েছে। বাসিন্দারা সেদিকেই ইঙ্গিত করেছেন। যদিও সেই সূত্রের কোন হদিশ মেলেনি।

Comments :0

Login to leave a comment