অরিজিৎ মণ্ডল
দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গেলেই মানুষ ভাগের রাজনীতির চাষ করা হচ্ছে। যুবদের ধর্মের নামে, জাতের নামে বিভক্ত করা হচ্ছে। এই রাজনীতিকে প্রতিহত করতে হবে।
শুক্রবার ডিওয়াইএফআই কলকাতা জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশে এই আহ্বান জানিয়েছেন যুব নেতৃবৃন্দ।
ডিওয়াইএফআই কলকাতা জেলা ২৪ তম সম্মেলন হচ্ছে তিলোত্তমা মঞ্চ (মোহিত মৈত্র মঞ্চ)-এ। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য ও কমরেড মানব মুখার্জি নগর (পাইকপাড়া), কমরেড মলয় চ্যাটার্জি কক্ষে। ১১-১৩ এপ্রিল চলবে সম্মেলন। এদিন সভায় ছিলেন অভ্যর্থনা কমিটির সম্পাদক প্রতীপ দাশগুপ্ত ও সভাপতি কনীনিকা ঘোষও।
ডিওয়াইএফআই’র রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি বলেন, তিনি আরো বলেন, রাজ্যের চাকরিপ্রার্থীদের আন্দোলনের সঙ্গে ডিওয়াইএফআই ২০১৩ সাল থেকে রয়েছে। যোগ্যদের চাকরিতে আমরা সব সময় তাদের সঙ্গে রয়েছি। লোভ দেখিয়ে, ভুল বুঝিয়ে তৈরি এই দুর্নীতি তন্ত্রের বিরুদ্ধে লড়াই চলবে।
রুটি রুজির লড়াইয়ের থেকে সরিয়ে দেওয়া হচ্ছে যুবদের।
তিনি বলেন, কাজের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতির দেওয়ার দাবিতে গোটা দেশ জুড়ে ডিওয়াইএফআই লড়াই আন্দোলন চলছে। এই লড়াই সংগ্রাম কতটা আমরা করতে পারলাম তা আমরাই সম্মেলনে বিশ্লেষণ করবো এবং এই লড়াইকে ভবিষ্যতে আরও কি করে তীব্র করা যায় সেই পথেই এগোবো। যুবকদের যন্ত্রণা বেকারির যন্ত্রণা সহ রাজ্যের সমস্ত দুর্নীতির প্রতিবাদে আমাদের লড়াই সংগ্রাম জারি থাকবে।।
'দ্রোহের স্পর্ধায় দিনবদলের লড়াই'- এই স্লোগানকে সামনে রেখে হচ্ছে যুব সম্মেলন। এদিন সমাবেশে ‘যুবশক্তি’ পত্রিকার সম্পাদক কলতান দাশগুপ্ত বলেন, কলকাতা জেলা ভারতবর্ষের মধ্যে প্রথম যারা প্রগতিশীল যুব সংগঠন তৈরি করেছিল। এই কলকাতাতেই প্রথম বেকারি বিরোধী দিবস পালন করা হয়। বেকারদের যুবদের তাই কাজের দাবি ও কাজের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যেই কলকাতা জেলা সম্মেলন থেকেই আন্দোলনের রূপরেখা তৈরি হবে। চাকরি দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘ ১২ বছর ধরে আন্দোলন চালিয়েছি।
তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গেলেই মানুষ ভাগের রাজনীতি চাষ করা হচ্ছে। যুবদের ধর্মের নামে জাতের নামে বিভক্ত করা হচ্ছে।
সমাবেশে বক্তব্য রাখেন ডিওয়াইএফআই সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্য, কলকাতা জেলা সম্পাদক পৌলবী মজুমদারও। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি বিকাশ ঝা।
Comments :0