Ramnavami DYFI

রামনবমী: সতর্কতার দাবিতে থানায় থানায় চিঠি ডিওয়াইএফআই’র

জেলা

ভবানীপুর থানার সামনে ডিওয়াইএফআই কর্মীরা। ছবি: মনোজ আচার্য

চাকরি দুর্নীতি নিয়ে বিক্ষোভের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতেও সক্রিয় ডিওয়াইএফআই।  
রবিবার রামনবমী। এই ধর্মীয় অনুষ্ঠানটিকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উত্তেজনা, অশান্তি তৈরির চেষ্টা করছে বিজেপি এবং আরএসএস। এরকম যে কোনো চেষ্টা রুখতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে পুলিশ-প্রশাসনকে। 
ভবানীপুর এবং পার্ক স্ট্রিট থানায় শনিবার এই বক্তব্য জানিয়ে চিঠি দিল ডিওয়াইএফআই। সংগঠনের ভবানীপুর আঞ্চলিক কমিটি এই দুই থানায় দিয়েছে চিঠি। 
৬ এপ্রিল, রামনবমীকে কেন্দ্র করে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে বিজেপি। তৃণমূল কংগ্রেস রাজ্যের সরকারের আসীন হওয়ার পর ধর্মীয় অনুষ্ঠান ও উৎসবকে বারবার রাজনীতির উপাদান করা হচ্ছে। রামনবমীকে কেন্দ্র করে বিজেপি-আরএসএস এ রাজ্যেও উত্তেজনা তৈরি করেছে গত কয়েক বছরে। তৃণমূল সরকারকেও ব্যবস্থা নিতে দেখা যায়নি। 
এই পরিস্থিতিতেই রাজ্য বামফ্রন্ট সম্প্রীতি এবং ঐক্য বজায় রাখতে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বামফ্রন্ট কর্মীরা মিছিলও করছেন। সচেতনার পাশাপাশি ঐক্যের বার্তা জোরালো করছেন।  
এদিন থানায় চিঠিতে ডিওয়াইএফআই বলেছে, ‘রামনবমী উপলক্ষে অনেকগুলি শোভাযাত্রা বের হয়। গত কয়েক বছর ধরে তা নিয়ে রাজ্য ও কেন্দ্রের দুই শাসকদলের মধ্যে প্রতিযোগিতা দেখা গিয়েছে। এই শোভাযাত্রাগুলি যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হতে পারে, যাতে এলাকায় কোনও উত্তেজনা তৈরি না হয়, তার জন্য পুলিশ প্রশাসনের আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আশা করব সংবেদনশীলতার সঙ্গে এই ব্যাপারে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবেন।’   

Comments :0

Login to leave a comment