কলকাতা প্রিমিয়ার লিগে শনিবার কল্যানী স্টেডিয়ামে মরশুমের প্রথম বড়ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগান।
কলকাতা লিগে সেই ১৯২৫ সালে এই দুইদলের লড়াই শুরু হয়েছিল। সেই ম্যাচ জিতেছিল ইস্টবেঙ্গল। তারপর গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল। ফুটবলে এসেছে কর্পোরেট কোম্পানিগুলির জোয়ার। তবে এতেও এই দুই দলের সমর্থকদের আবেগের কোনো ভাটা পড়েনি। বংশ পরম্পরায় সৃষ্টি হওয়া এই আবেগের জন্যই বর্তমানে অতি নিম্নমানের ভারতীয় ফুটবলকে আজও প্রাসঙ্গিক করে রেখেছে এই দুই দলই। মোট ৪০১ বারের মুখোমুখি সাক্ষাতে ইস্টবেঙ্গলের জয়ের সংখ্যা ১৩৭ ও মোহনবাগানের ১৩৫ । শেষ কয়েকটি সাক্ষাতে পাল্লাভারি অবশ্য সবুজ মেরুনেরই। ইস্টবেঙ্গলে শনিবার যেমন দেবজিৎ , ডেভিড , বিষ্ণুরা খেলবেন সিনিয়র দল থেকে। মোহনবাগানেও তেমন খেলবেন কিয়ান নাসিরি, অভিষেক সূর্যবংশী, গ্লেন মার্টিন্স, সুহেল ভাট ও দীপেন্দু বিশ্বাস। অর্থাৎ বড়ম্যাচের ঐতিহ্যের কথা মাথায় রেখেই দুই দলই নিজেদের সেরা দলই মাঠে নামাতে চলেছে। কলকাতা লিগের ডার্বি ইতিহাসে বেশ খানিকটা এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। ১৬২টি কলকাতা লিগের ডার্বিতে ইস্টবেঙ্গল জিতেছে ৫৬ টি ও মোহনবাগান ৪৭টি।
এই ম্যাচে দুই দলেরই মহিলা দর্শকদের কথা মাথায় রেখেই আয়োজক আইএফএ ( ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ) নির্ধারিত টিকিট মূল্য ১৫০ টাকার থেকে ১০০ টাকা করেছে শুধুমাত্র মহিলা দর্শকদের জন্যই। নৈশালোকে এই ম্যাচ উপভোগ করতে পারবেন সমর্থকরা। গতবারের কলকাতা লিগের ডার্বিতে ২-১ গোলে জিতেছিল ইস্টবেঙ্গল। তবে আইএসএল ডার্বিতে এখনও অব্দি চিরপ্রতিদ্বন্দ্বীদের হারাতে পারেনি ইস্টবেঙ্গল। আইএসএলের মোট ১০ টি ডার্বির মধ্যে ৯ টি জিতেছে মোহনবাগান। ১টি ড্র হয়েছে। তবে আইএসএল নিয়ে অনিশ্চয়তার আগে কলকাতা লিগে এই সম্মানের ম্যাচে কোনো দলই কাউকে এক ইঞ্চি জমিও ছেড়ে দিতে চায়না।
ইস্টবেঙ্গলের সম্ভাব্য প্রথম একাদশ - দেবজিৎ, প্রভাত , চাকু মান্ডি, বিক্রম , তন্ময় , নসিব, বিষ্ণু , সায়ন , সুমন , ডেভিড ও এডমান্ড।
মোহনবাগানের সম্ভাব্য প্রথম একাদশ - দ্বীপ্রভাত , সাহিল, দীপেন্দু , বিলাল , মার্শাল , অভিষেক সূর্যবংশী, গ্লেন মার্টিন্স, কিয়ান নাসিরি, সালাহউদ্দিন, পাসাং তামাং ও সুহেল ভাট।
Comments :0