আগামী রবিবার যুবভারতীতে ডুরান্ডের ডার্বিতে নামবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। তার আগে যুবভারতীতে প্রেস কনফারেন্স এসেছিলেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজন ও খেলোয়াড় সৌভিক চক্রবর্তী। অস্কার বলেন ' আমরা মোহনবাগানকে গত বছর থেকেই লক্ষ্য রেখেছি । তারা আইএসএল শিল্ড ও কাপ চ্যাম্পিয়ন হয়েছে। তারাই এখন ভারতের সেরা দল। তবে আমরাও তৈরী। এছাড়াও সেট পিস ও কাউন্টার আটাকেও যে তারা শক্তিশালী সেই কথাও জানিয়েছেন অস্কার। ও সঙ্গে বলেছেন ' আগেরবারের মত এবারের ইস্টবেঙ্গল খেলবে না । আমরা জানি যে আগামীকালের ম্যাচ খুব কঠিক হতে চলেছে । এই ম্যাচ সবসময় ৫০-৫০' । গত শুক্রবার হঠাৎই অনুশীলনে জয় গুপ্তার দেখা মিলেছিল। তবে ডুরান্ডের নিয়মানুযায়ী কোনো খেলোয়ারকে খেলা শুরু হওয়ার অন্তত ৪৮ঘন্টা আগেই রেজিস্টার করাতে হয়। ফলে রবিবারের ম্যাচে তিনি থাকবেন কিনা সেই ব্যাপারে কিছুই খোলসা করেননি অস্কার। মহম্মদ রশিদের পিতৃবিয়োগ হওয়ায় শনিবার ভোরেই ফ্লাইট ধরে তিনি দেশে ফিরে গেছেন। তাই তিনি বাদে পুরো দলই পাবেন অস্কার। বিষ্ণুর চোট এখনও পুরোপুরি না সারায় তিনি রবিবার থাকবেন রিসার্ভ বেঞ্চে।
এছাড়াও ফুটবলার সৌভিক চক্রবর্তী বলেন ' এই ম্যাচের আগে অনেক মানসিক চাপ থাকে। তবে আশা করব আমরাই জিতব। যে কোনো ভালো দলের বিরুদ্ধে খেলতে গেলেই একটা বাড়তি মোটিভেশন কাজ করে। এই ম্যাচটা আমাদের জন্য খুব স্পেশাল '। অর্থাৎ গোটা ইস্টবেঙ্গল দলই সমীহ করছে মোহনবাগানকে। রবিবারের ম্যাচে তাই স্ট্রাটেজিতেই বাজিমাত করে মরশুমের দ্বিতীয় ডার্বির রংও লাল হলুদ করতে চান কোচ অস্কার ব্রুজন।
Comments :0