La Liga

রাতে বার্সা - রিয়াল এল ক্লাসিকো

খেলা

শনিবার রাত ১২ : ৩০ টায় ( রবিবার ) সান্তিয়াগো বার্নাব্যুতে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনা।

স্প্যানিশ এই এল ক্লাসিকো শতবর্ষ পুরোনো প্রতিদ্বন্দ্বিতা। দুই স্প্যানিশ জায়ান্টরা এর আগে মোট ২৫৭ টি ম্যাচের মধ্যে রিয়াল জিতেছে সর্বাধিক ১০৫ টি ম্যাচ । লা লিগার ১৮৮ টি এল ক্লাসিকোর মধ্যে রিয়াল জিতেছে ৭৯ টি এবং বার্সা জিতেছে ৭৪ টি । এই এল ক্লাসিকোতেই ভাগ্য নির্ধারণ হতে পারে ব্যালন ডি অরেরও। গত ম্যাচে দুই দলের দুই তারকা ভিনি ও রাফিনহা দুইজনেই হ্যাটট্রিক করেছেন। আগামী ২৯ অক্টোবরে ব্যালন ডি অরের অনুষ্ঠান । তার আগে এই ম্যাচেই ফয়সালা হয়ে যাবে ফলাফলের। ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রয়েছে হ্যান্সি ফ্লিকের বার্সা। সমসংখ্যক ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আনসেলত্তির রিয়াল মাদ্রিদ। একসময় মেসি - রোনাল্ডোর দ্বৈরথ দেখা যেত এই ম্যাচে। কিন্তু বর্তমানে তারা দুইজনেই অতীতের ছায়া হলেও , আকর্ষণ এক বিন্দুও কমেনি এই হাইভোল্টেজ ম্যাচের।

Comments :0

Login to leave a comment