মোহনবাগান-১
ইস্টবেঙ্গল-০
ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়ে ১৩২তম ডুরান্ড কাপ জিতল মোহনবাগান। এদিন ছিল ভরা যুবভারতী। কানায় কানায় পূর্ণ। কালোবাজারির নিয়ে সরগরম মাঠ। দর্শকদের তুমুল ক্ষোভ। তার মধ্যেও আকর্ষণীয় ফুটবলের সাক্ষী থাকল রবিবারের যুবভারতী।
প্রথমার্ধের ফলাফল ছিল গোলশূন্য। ম্যাচের ৪৩ মিনিটে ইস্টবেঙ্গলের নন্দকুমার এবং সংযুক্ত সময়ের তৃতীয় মিনিটে মোহনবাগানের ডিমিত্রি পেত্রাতোসের শট রক্ষণ কাঁপিয়েও লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে চাপ বাড়ায় ইস্টবেঙ্গল। ৬২ মিনিটে জাভিয়ের সিভেরিওকে ফাউল করার অপরাধে মাঠ ছাড়েন মোহনবাগানের অনিরুদ্ধ থাপা।
একসময় মনে হচ্ছিল ১০জনে হয়ে যাওয়া মোহনবাগানকে সহজেই হারাতে পারবে ইস্টবেঙ্গল। কিন্তু সেই জল্পনায় জল ঢালে দিমিত্রি পেত্রাতসের ৭১ মিনিটে করা গোল। কাউন্টার অ্যাটাকে উঠে গোটা লাল হলুদ রক্ষণকে কার্যত দাঁড় করিয়ে রেখে গোল করে যান পেত্রাতস।
এরপর গোটা ইস্টবেঙ্গল দল গোলের জন্য ঝাঁপালেও শেষরক্ষা হয়নি। বরং প্রতি আক্রমণে উঠে একাধিকবার গোলের কাছে পৌঁছে গিয়েছিল মোহনবাগান। কড়া উত্তেজনার ম্যাচ হলেও ডিফেন্সিভ ফুটবল খেলেনি কোনও দলই। তারফলে উপভোগ্য ফুটবল হয়েছে।
Comments :0