Md Akhlaq Case

আখলাক হত্যায় অপরাধীদের বাঁচাতে ফের সক্রিয় বিজেপি, নিন্দা বৃন্দা কারাতের

জাতীয়

গ্রেটার নয়ডা আদালতে মহম্মদ আখলাকের স্ত্রীয়ের পাশে বৃন্দা কারাত।

দলবেঁধে পিটিয়ে হত্যা এবং খুনের মামলা বাতিলের আরজি জানিয়েছিল প্রশাসন। গ্রেটার নয়ডার আদালতে সে আবেদন খারিজ হয়েছে। উত্তর প্রদেশে বিজেপি সরকার এখন মহম্মদ আখলাককে পিটিয়ে হত্যার মামলা অন্য আদালতে সরানোর আর্জি দায়ের করেছে।
বিজেপি সরকারের নির্লজ্জ ভূমিকার তীব্র সমালোচনা করেছেন সিপিআই(এম)’র প্রবীণ নেত্রী বৃন্দা কারাত। তিনি বলেছেন, ‘‘ফের প্রমাণ হলো সরকার এবং প্রশাসন সাজা দেওয়ার বদলে অপরাধীদের পাশে রয়েছে।’’
বৃহস্পতিবার এই মামলার শুনানি ছিল গ্রেটার নয়ডার আদালতে। সাক্ষী হিসেবে হাজির ছিলেন মহম্মদ আখলাকের স্ত্রী। পরিবারের সঙ্গে ছিলেন কারাতও। 
মহম্মদ আখলাকের স্ত্রী নিজের চোখে দেখা ভয়ঙ্কর কাণ্ডের বিবরণ আদালতে জানাবেন বলেই হাজির হয়েছিলেন। কিন্তু প্রশাসনের কারসাজিতে মূল অপরাধের মামলাটির শুনানি হয়নি। মামলা অন্য আদালতে বদলি করার শুনানি শেষ না হওয়া পর্যন্ত সেই শুনানি হবে না।
২০১৫ সালে উত্তরপ্রদেশের দাদরিতে প্রবীণ নাগরিক মহম্মদ আখলাকের বাড়িতে গোমাংস রয়েছে বলে চড়াও হয় উগ্র হিন্দুত্ববাদী বাহিনী। তাদের হাতে ছিল লাঠি, তলোয়ার এবং পিস্তল। চড়াও হয়ে মারধর করা হয় ওই প্রবীণকে। পরিবারের অন্যরাও আক্রান্ত হন। গুরুতর আহত হন তাঁর ছেলে। তাঁর চিকিৎসা চলছে এখনও। 
ঘটনার পর প্রায় একযুগ পার হয়েছে। কিন্তু বিচার মেলেনি। কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকারের এগারো বছরে দেশজুড়ে সংখ্যালঘুদের ওপর হয়েছে একের পর এক আক্রমণ। কখনও গোরু পাচার, কখনও ধর্মান্তর, কখনও অনুপ্রবেশকারী তকমা দিয়ে নির্মম পিটিয়ে হত্যা চলছে নিয়মিত। প্রতিটি কার্যক্রম থেকে উগ্র হিন্দুত্ববাদী বাহিনী নির্বাচনে ধর্মীয় মেরুকরণ করে ফয়দা তোলা চেষ্টা চালিয়েছে।
মহম্মদ আখলাকের ঘটনায় প্রশাসন মূল অপরাধের দায় সরানোর চেষ্টয় নামলে, এর আগে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দেন বৃন্দা কারাত। সিপিআই(এম) কর্মী এবং নেতাদের নিয়ে তিনি নিজে রয়েছেন পরিবারের পাশে।

Comments :0

Login to leave a comment