DURAND CUP 2025

প্রথমার্ধে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল

খেলা

যুবভারতীর ডার্বিতে প্রথমার্ধের শেষে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। পেনাল্টি থেকে গোল করেছেন ডিয়ামেন্টেকোস ।  বেশ হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। প্রথম দিকে বল পজিশন বেশি ছিল ইস্টবেঙ্গলেরই। মোহনবাগান খেলছিল প্রতিআক্রমণে। ১৬ মিনিটে চোটের কারণে ইস্টবেঙ্গল স্ট্রাইকার হামিদকে পরিবর্তন করতে বাধ্য হন কোচ অস্কার। তার পরিবর্তে নামেন ডিয়ামেন্টেকোস। ২৬ মিনিটে এডমান্ড গোল করলেও রেফারি তা বাতিল করে দেন রেফারি তখনও বাঁশি বাজাননি। ৩৩ মিনিটে ডিইয়ামেন্টেকোস গোল করলেও রেফারি তা অফসাইডের জন্য বাতিল করে দেন। আশীষ রাই বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। ৩৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন ডিয়া মেন্টেকোস। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আপুইয়ার শট একটুর জন্য বাইরে চলে যায়।

Comments :0

Login to leave a comment