COPA DEL REY

কোপা দেল রে জয় বার্সার

খেলা

FCB-vs-RM ছবি সৌজন্য - এফসি বার্সিলোনা অফিসিয়াল ফেসবুক পেজ

নিজের রেকর্ড অক্ষুন্ন রাখলেন হ্যান্সি ফ্লিক। এই নিয়ে মোট পাঁচটি ফাইনালে উঠে পাঁচটিতেই জয় পেলেন ফ্লিক। মরশুমের তৃতীয় ' এল ক্লাসিকো ' তে রিয়ালকে বার্সিলোনা হারাল ৩-২ গোলে। এই নিয়ে ৩২বার কোপা দেল রে জিতল বার্সিলোনা। তবে গত দুইবারের মতো একপেশে নয় , বরং খেলা হল যথেষ্টই হাড্ডাহাড্ডি। ম্যাচের প্রথমার্ধের ২৮মিনিটে গোল করে বার্সাকে এগিয়ে দেন পেড্রি। দ্বিতীয়ার্ধের ৭০মিনিটে দুর্দান্ত ফ্রি কিক থেকে গোল শোধ দেন এম্ব্যাপে। ৭৭মিনিটে কর্নার থেকে হেডে গোল করে রিয়ালকে এগিয়ে দেন চুয়ামেনি। ৮৪মিনিটে ফের গোল শোধ দেন ফেরান তোরেস। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের দ্বিতীয় কোয়ার্টারের ১১৬মিনিটে জয়সূচক গোল করেন কুন্ডে। তবে ম্যাচের উত্তেজনার  পারদ এতটাই চড়েছিল যে শেষদিকে লাল কার্ড দেখেন রিয়ালের ৩জন। রুডিগার , বেলিংহ্যাম ও ভাস্কেজ। এই নিয়ে মরশুমে তৃতীয়বার ' এল ক্লাসিকো 'তে ফ্লিকের কাছে হারলেন আন্সেলোত্তি। আগামী ১১মে তারিখে লা লিগার দ্বিতীয় পর্বের ' এল ক্লাসিকো ' হবে বার্সিলোনার অলিম্পিক লুইস কোম্পানিস স্টেডিয়ামে। 

Comments :0

Login to leave a comment