প্যালেস্তাইন নিয়ে সিনেমা প্রদর্শনী হবে যাদবপুরে। এসএফআই যাদবপুর বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটির পক্ষ থেকে আগামী ৪ ও ৫ এপ্রিল প্যালেস্তাইনে চলা গণহত্যার বিরুদ্ধে চলচ্চিত্র প্রদর্শনী হবে। তাঁরা নাম দিয়েছে 'প্যালেস্তাইন ফিল্ম ফেস্টিবল'। হ্যানি আবু আসাদ পরিচালিত 'প্যারাডাইস নাও', হের্নান জিন পরিচালিত 'বর্ন ইন গাজা' সহ একাধিক সিনেমা। এছাড়াও পথনাটিকা এবং গান কবিতা আবৃতি করবে হবে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এসএফআই নেতা অভিনব বসু বলছেন, একুশ শতকে প্যালেস্তাইনের গণহত্যা বিশ্বে সব থেকে বড় গণহত্যা। যুদ্ধবিরতি ভেঙে ইজরায়েল যে ভাবে অসামরিক ক্ষেত্রগুলিতেও আক্রমণ চালাচ্ছে এবং সেই গণহত্যাকে বৈধতা দিতে মার্কিন মিডিয়া প্রচার করছে, নেটফ্লিক্স সহ অন্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে প্যালেস্তাইনের সিনেমা সরিয়ে ফেলা হয়েছে, তা মেনে নেওয়া যায় না। প্যালেস্তাইনের গণহত্যার বিরুদ্ধে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে আমাদের এই উদ্যোগ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিনেমা প্রদর্শনী নিয়ে বাধা দেওয়ার চেষ্টা করে। এসএফআই নেতৃত্ব বলছেন, মৌখিক ভাবে কর্তৃপক্ষ জানায় যে রামনবমী সামনে থাকায় জন্য প্যালেস্তাইনের ওপর সিনেমা দেখালে সমস্যা তৈরি হতে পারে। কিন্তু ছাত্রদের প্রশ্ন, প্যালেস্তাইনের সিনেমার সঙ্গে ধর্মীয় উসকানির কী সম্পর্ক? ছাত্র সংগঠন তা নিয়ে প্রশ্ন করলে সদুত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ। শেষে ছাত্রদের এই কর্মসূচির অনুমতি দেয় কর্তৃপক্ষ।
অভিনব বলেন, এ শহরে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের সংহতিতে উত্তাল হয়েছিল জনতা। ভারতের আন্তর্জাতিক স্তরে অবস্থান ছিল। কিন্তু এখন দেশে অতি দক্ষিণপন্থী মোদী সরকার কার্যত আমেরিকার দালালি করছে। ইজরায়েলের অতি দক্ষিণপন্থী নেতানিয়াহু সরকারকে সমর্থন দিচ্ছে। আমরা তার প্রতিবাদ জানাতে চাইছি।
SFI JADAVPUR
প্যালেস্তাইনে গণহত্যার প্রতিবাদ জানিয়ে সিনেমা প্রদর্শনী যাদবপুরে

×
Comments :0