FOOD JALPAIGURI

বন্যার মুখে জলপাইগুড়ি, তিস্তাপারে সতর্কতা

জেলা

বিপদসীমার ওপরে তিস্তা।

সিকিম পাহাড়ে জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ ভেঙে যাওয়ায় বন্যার মুখে জলপাইগুড়িও। তিস্তা নদীর পারে সতর্কতা জারি করল জলপাইগুড়ি জেলা প্রশাসন। চলছে মাইক প্রচার।

নদীর চর এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

সিকিমের মঙ্গান এলাকায় মেঘভাঙা বৃষ্টির দরুণ উত্তর সিকিমের দিকচু , চুংথাং বাঁধ ভেসে গিয়েছে। পাশাপাশি সিংতামের ইন্দ্রেনি ফুড ব্রিজ জলের তোড়ে ভেসে গেছে ।

সেবক থেকে সিকিম যাওয়ার রাস্তাটি পুরোপুরি বিচ্ছিন্ন এখন।

এর মধ্যে জলপাইগুড়ি জেলা প্রশাসন তিস্তা নদী সংলগ্ন গ্রামের মানুষদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন জলপাইগুড়ির জেলাশাসক। 

বাংলাদেশের বহু অঞ্চলও জলের তলে ভেসে যাওয়া সম্ভাবনা রয়েছে ।

জলপাইগুড়িতে তিস্তা ব্যারেজ থেকে ধাপে ধাপে জল ছাড়ার পর পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা রয়েছে। সকাল ৭ টায় গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে ৭ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। যা এই বছর পরিমাণের অঙ্কে সর্বোচ্চ বলে জানা গিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সমস্ত রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। 

বহু ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে গেছে তিস্তা বাজার এলাকায় ।

কালিঝরা এনএইচপিসি বাঁধের ওপর দিয়ে জল বইছে। এলাকারবাসীদের সরিয়ে নেওয়া হচ্ছে। 

তিস্তা নদী সংলগ্ন ২৭ মাইল ২৯ মাইল বাসিন্দাদের অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। বহু দোকান ঘর প্লাবিত।

Comments :0

Login to leave a comment